বাজারে এবার আসতে চলেছে নতুন স্কুটার। আর এই স্কুটার নিয়ে আসতে চলেছে Komaki। জানা যাচ্ছে, তাদের এই স্কুটারের নাম Venice। তবে স্কুটারটি একটি বৈদ্যুতিক স্কুটার। বর্তমানে চারিদিকে বৈদ্যুতিক স্কুটারের রমরমা। আর সেই কথা মাথায় রেখে সংস্থা আনল নতুন স্কুটার যা বৈদ্যুতিক। এর পাশাপাশি এতে রয়েছে একাধিক ফিচার্স যা দুর্দান্ত। এতে রয়েছে LiFePO4 অ্যাপ-ভিত্তিক স্মার্ট ব্যাটারি।
ব্যাটারিটি ফায়ার রেজিস্ট্যান্ট। সংস্থার তরফে বলা হয়েছে এই ব্যাটারিতে রয়েছে আয়রন যার ফলে স্কুটারটি আরোহীকে আরও বেশি নিরাপত্তা দেবে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৫ ঘন্টা। স্কুটারটি সর্বোচ্চ ৭৫ থেকে ১০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। স্কুটারে দেওয়া হয়েছে একটি পোর্টেবল চার্জার যার সাহায্যে এটি মাত্র ৫ ঘন্টায় সম্পূর্ণ চার্জ হতে সক্ষম।
স্কুটারে রয়েছে আরও একাধিক সুবিধা। রাইড কলিং সুবিধা, অন-বোর্ড নেভিগেশন, সাউন্ড সিস্টেম ইত্যাদি সুবিধা রয়েছে। এতে রয়েছে এলইডি লাইটিং। স্কুটারে থাকবে তিনটি মোড, ইকো, স্পোর্ট এবং টার্বো। এটিতে দেওয়া হয়েছে দুর্দান্ত শক্তিশালী স্টিল ফ্রেম যা স্কুটারের নিরাপত্তাকে আরও বাড়িয়ে তোলে।
কিফব কিলেস এন্ট্রি, ডাবল সিট, CBS ডাবল ডিস্ক রয়েছে। মডেলটির দাম রাখা হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৯০০ টাকা। স্কুটারটির সর্বোচ্চ গতি ৭০ কিলোমিটার। সম্পূর্ণ চার্জে এটি ২০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। তাই আর দেরি না করে কিনে ফেলুন দুর্দান্ত গাড়িটি।
Leave a Reply