ভারতের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারী সংস্থা মারুতি সুজুকি। বিক্রির নিরিখে দেশের সেরা দশের তালিকায় প্রথম দিকেই নাম থাকে মারুতির। বিশেষ করে বাজেট ফ্রেন্ডলি গাড়ি লঞ্চ করে সকলের অন্যতম পছন্দের হয়ে উঠেছে এই সংস্থা। এতদিন মারুতি সুজুকের সবথেকে কম দামি গাড়ির ট্যাগ বহন করে এসেছে alto.
এবার এই তালিকায় আরও একটি গাড়ি যুক্ত হলো যার নাম Tour H1. এই মুহূর্তে যেসব গ্রাহকরা একটি গাড়ি কেনার পরিকল্পনা করছেন কিন্তু বাজেটের কথা ভেবে পিছিয়ে আসছেন তাদের জন্য দারুন অপশন হতে পারে Tour H1 কারণ স্বল্প দামের মধ্যে এটি যেমন দারুন মাইলেজ অফার করছে তেমনই থাকছে দারুন ফিচারস।
ডিজাইন: ডিজাইনের দিক থেকে এটি অল্টো কেউ ছাড়িয়ে গেছে। আর ফিচার্সের কথা বলে এতে থাকছে ডুয়াল এয়ার ব্যাগ, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, প্রি টেনশনার সহ ফ্রন্ট সিট বেল্ট, সামনে বসা আরোহীদের জন্য সিটবেল্ট রিমাইন্ডার, স্পিড লিমিটার ইত্যাদি।
ইঞ্জিন- ইঞ্জিনের কথা বলে এতে পাবেন এক লিটার শক্তিশালী ইঞ্জিন যার মাইলেজ পাওয়া যাবে প্রতি লিটারে 34 কিলোমিটার পর্যন্ত। যা বর্তমান বাজারে উপলব্ধ সেরা মাইলেজ গুলির মধ্যে একটি।
দাম- ভারতীয় বাজারে গাড়িটির দাম রাখা হয়েছে 4.80 লক্ষ টাকা। শোরুম থেকে কিনলে দাম পড়বে প্রায় ৫.৫০ লক্ষ টাকা। এক কথায় বলতে গেলে বাজেট ফ্রেন্ডলি দাম, দারুন মাইলেজ, অ্যাট্রাক্টিভ ডিজাইন, অত্যাধুনিক ফিচারস এর মেলবন্ধন Tour H1.
Leave a Reply