এখনো লঞ্চ হয়নি বাজারে, তবে তার আগেই ফোনটি নিয়ে তুমুক চর্চা গ্রাহকমহলে। কী এমন রয়েছে ফোনটিতে? যে তা নিয়ে এতো উত্তেজনা সকলের মাঝে? আসুন তাহলে সেই বিষয়েই জেনে নেওয়া যাক। আসলে কথা হচ্ছে ‘Moto G54 5G’ ফোনটি নিয়ে। যেটি এখনো আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি। তবে তার আগেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এই ফোনের বেশ কিছু ফিচার। চলতি বছরের জানুয়ারী মাসে লঞ্চ হয়েছিল ‘Moto G53 5G’।
তারই আপডেটেড ভার্সন হিসেবে বাজারে আসতে চলেছে ‘Moto G54 5G’। জল্পনা থেকে জানা গিয়েছে আগামী ৬ই সেপ্টেম্বর ফোনটি বাজারে লঞ্চ হতে চলেছে। কী কী ফিচার থাকবে এই ফোনে? আসুন সেগুলি জেনে নেওয়া যাক।
এতে থাকবে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে। প্রসেসর হিসেবে পাওয়া যাবে OctaCore MediaTek Dimensity 7020 প্রসেসর। র্যাম দেখতে গেলে পাবেন সর্বাধিক ১২ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ সুবিধা থাকতে পারে।
ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। যদি ক্যামেরার কথা বলি তাহলে পাবেন ৫০ মেগাপিক্সেল প্রাইমারী সেন্সর ও ৮ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা।
দুর্দান্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনে। কারণ, সেখানে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারী। অন্যান্য ফিচার দেখতে গেলে পেয়ে যাবেন ওয়াইফাই কানেকশন, ব্লুটুথ কানেকশন, ইউএসবি টাইপ-সি পোর্ট, ফাইভ-জি কানেকশন ইত্যাদি।
দাম: দাম সম্পর্কে যদিও কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ২২,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যেই এই ফোনের দাম থাকতে পারে।
Leave a Reply