চীনের পর এবার ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Honor’। জানা গিয়েছে ‘Honor 90’ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই সংস্থা। যার মূলত দুটি মডেল লঞ্চ হবে ভারতীয় বাজারে, যেগুলির নাম হলো ‘Honor 90’ এবং ‘Honor 90 Pro’। কয়েকমাস আগেই চীনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল। তবে জানা যাচ্ছে যে যেই দামে চীনে লঞ্চ হয়েছে তার থেকে কিছুটা বেশি দামে এগুলি আসতে পারে ভারতীয় বাজারে।
ফিচার্স- Honor 90’তে রয়েছে ৬.৭ ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। Honor 90 Pro’তে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির FHD+ OLED ডিসপ্লে। সেখানেও ১২০ হার্টজ রিফ্রেশরেট পাওয়া যাবে। প্রসেসর দেখতে গেলে দুটি মডেলে রয়েছে যথাক্রমে Snapdragon 7 Gen 1 ও Snapdragon 8+ Gen 1 প্রসেসর। যদি আমরা ক্যামেরা দেখি তাহলে দুটি মডেলেই ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা-সহ ২০০ মেগাপিক্সেলের প্রাইমারী ক্যামেরা রয়েছে।
তবে Pro মডেলে ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যোগ করা হয়েছে। দুটি মডেলেই ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন আপনি। একইসাথে Pro মডেলে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা অপশনও দেওয়া হয়েছে। যদি আমরা পাওয়ার ব্যাকআপ দেখি তাহলে দুটি মডেলে যথাক্রমে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৫০০০ mAh ব্যাটারী অপশন রয়েছে।
দাম: চীনে যদিও ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ২৯,০০০ টাকা। তবে ভারতে দাম ৩৫,০০০ টাকার কাছাকাছি হতে পারে। আসলে এই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনো অফিশিয়ালি কিছু বলা হয়নি। তাই বিস্তারিত জানতে আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
Leave a Reply