অ্যাডভেঞ্চার বাইক বা স্পোর্ট বাইক রূপে নজরকাড়া হলেও প্রিমিয়াম বা বেশি ইঞ্জিনের বাইকের সাথে জুড়ে থাকে অনেক আনুষঙ্গিক খরচও। তাই নিয়মিত যাতায়াত করার জন্য অনেকেই পছন্দ করেন স্বল্প দামে ভালো বাইক বা স্কুটার। আর এই সেগমেন্টে জনপ্রিয় ১২৫ সিসির ইঞ্জিন এর বাইকগুলি।
১২৫সিসির ইঞ্জিনের সেগমেন্টে অন্যতম সংস্থা হয়ে উঠেছে হিরো। তবে যদি ১২৫ সিসির সেগমেন্টে স্কুটারের কথা বলা হয় তাহলে এই সেগমেন্টে সংস্থার দাপট কমই ছিল। কিন্তু এবার আর পিছিয়ে থাকা নয়। স্কুটারের মার্কেটে রাজ করতে Destini 125 এর নতুন এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে Hero. যা Hero Destini 125 prime নামে এসেছে।
দাম সম্পর্কে বললে এটি ৭১ হাজার ৪৯৯ টাকা মূল্যে হাজির করা হয়েছে। দেশে ১২৫ স্কুটারে এটাই সর্বনিম্ন দাম। অর্থাৎ বোঝাই যাচ্ছে দামের বিষয়েগ্রাহকদের নজর কাড়বে সংস্থা।
ডেসটিনির ক্ষেত্রে বডি প্যানেলস স্টাইল অন্যরকম রাখা হয়েছে। এর বডি ওয়ার্ক এর মধ্যে রয়েছে একটি বড় হেড ল্যাম্প, বডি কালার মিরর, সিঙ্গেল পিস গ্র্যাব রেল, সিঙ্গেল টোন সিট।
এছাড়াও বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে সেমি instrument ক্লাস্টার, আন্ডার সিট ল্যাম্প, অটো স্টার্ট স্টপ বৈশিষ্ট্য ইত্যাদি। সাস্পেনশনের দায়িত্ব পালন করতে সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক ও পিছনে সাসপেনশন রাখা হয়েছে। ইঞ্জিনের কথা বললে এতে উপস্থিত থাকবে ১২৪.৬ সিসি এয়ারকুল্ড ইঞ্জিন যা ৯ বিএইচপি শক্তি ও 10.36nm টর্ক উৎপন্ন করে। এর সাথে সংযুক্ত থাকবে সিভিটি গিয়ার বক্স। দুটি রঙের বিকল্পের স্কুটারটি চুজ করে নিতে পারবেন।
Leave a Reply