1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
কম দামে তুখোড় ফিচার্স, স্টাইলিশ লুকের সঙ্গে আসছে TVS Jupiter ZX, রইল খুঁটিনাটি | Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:52 am

কম দামে তুখোড় ফিচার্স, স্টাইলিশ লুকের সঙ্গে আসছে TVS Jupiter ZX, রইল খুঁটিনাটি | Newshost24 Safar

কম দামে তুখোড় ফিচার্স, স্টাইলিশ লুকের সঙ্গে আসছে TVS Jupiter ZX, রইল খুঁটিনাটি | Newshost24 Safar

কম দামে তুখোড় ফিচার্স, স্টাইলিশ লুকের সঙ্গে আসছে TVS Jupiter ZX, রইল খুঁটিনাটি | Sangbad Safar
কম দামে তুখোড় ফিচার্স, স্টাইলিশ লুকের সঙ্গে আসছে TVS Jupiter

গাড়ির দুনিয়ায় এক জনপ্রিয় কোম্পানির নাম হল টিভিএস। সম্প্রতি সংস্থা তাদের নতুন স্কুটার Jupiter ZX ড্রাম ভ্যারিয়েন্ট। এটি একটি স্টাইলিশ ও শক্তিশালী স্কুটার হতে চলেছে। জানা যাচ্ছে, স্কুটারটি SmartXonnect ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে বাজারে আসতে চলেছে। এটির সাতটি ভ্যারিয়েন্ট এবার বাজারে আসতে চলেছে। TVS Jupiter ZX ড্রাম ভ্যারিয়েন্টের দাম ৭৩,২৪০ টাকা।

এটির টপ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৬৪৮ টাকা। নতুন মডেল হিসেবে TVS Jupiter ZX দুর্দান্ত ফিচার্স ও পারফরম্যান্স নিয়ে হাজির হতে চলেছে। আকর্ষণীয় ডিজাইন ও ডিজিটাল মিটার, SmartXonnect ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে এটি বাজারে আসতে চলেছে। দু’টি রঙে এটি উপলব্ধ হতে চলেছে বাজারে। একটি স্টারলাইট ব্লু ও আরেকটি অলিভ গোল্ড।

স্কুটারে রয়েছে ১০৯.৭ সিসি ইঞ্জিন যা ৭.৮ বিএইচপি পাওয়ার ও ৮.৮ এনএম টর্ক উৎপন্ন করে। স্কুটারে রয়েছে টেলিস্কোপিক ফর্কস্ যার সাহায্যে অমসৃণ রাস্তায় আরামদায়ক রাইডিং উপহার দেয়। এছাড়া এতে রয়েছে কল ও ম্যাসেজ অ্যালার্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন, ভয়েস অ্যাসিস্ট। স্কুটারে রয়েছে ৫.১ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ১২ ইঞ্চি হুইল।

স্কুটারটিতে রয়েছে ড্রাম ব্রেক যা গাড়ির চালকের নিরাপত্তাকে সুনিশ্চিত করে। ডিস্ক ব্রেকের তুলনায় ড্রাম ব্রেক গাড়িকে ও চালককে নিরাপত্তা দিতে সক্ষম যার ফলে স্কুটার গ্রাহকদের কাছে ডিস্ক ব্রেকের তুলনায় ড্রাম ব্রেক জনপ্রিয় হয়ে উঠেছে। শক্তিশালী ইঞ্জিন ও দুর্দান্ত পারফর্মেন্স নিয়ে এবার ভারতের বাজারে আসতে চলেছে টিভিএস-এর এই নতুন স্কুটার।


#কম #দম #তখড় #ফচরস #সটইলশ #লকর #সঙগ #আসছ #TVS #Jupiter #রইল #খটনট #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews