1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
কম দামে তুখোড় মাইলেজ, বাজার কাঁপাচ্ছে সস্তার এই কয়েকটি বাইক, রইল বিস্তারিত | Newshost24 Safar - Newshost24

September 26, 2023, 8:45 am

News Headline :
এসএসসি পাসে চাকরি দিচ্ছে ব্র্যাক বিভিন্ন পদে নিয়োগ দেবে সিটি ব্যাংক নতুনদের চাকরি দিচ্ছে ইস্টার্ন ব্যাংক, কর্মস্থল ঢাকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অফিসার পদে চাকরি ৫০ জনকে চাকরি দেবে আগোরা, যোগ্যতা এসএসসি পাস Duare Dalil: বাড়িতে বসেই মিলবে দলিল, রাজ্য সরকারের নয়া উদ্যোগ ‘দুয়ারে দলিল পরিষেবা’ Personality: হাঁটার ধরণ প্রকাশ করে ব্যক্তিত্ব, আপনি ব্যক্তিত্ব জানান দেয় আপনার হাঁটার ধরণ Chanakya niti for Woman: এই গুণসম্পন্ন মহিলারা স্বামীর জীবনে সৌভাগ্য আনে, গুণগুলি জেনে নিন Mamata Banerjee: দুবাই থেকে লগ্নি আনছেন মুখমন্ত্রী! বাংলায় বিনিয়োগ করবে বিখ্যাত লুলু গোষ্ঠী Bread pakora: কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এই মুখরোচক, রেসিপি জেনে নিন

কম দামে তুখোড় মাইলেজ, বাজার কাঁপাচ্ছে সস্তার এই কয়েকটি বাইক, রইল বিস্তারিত | Newshost24 Safar

কম দামে তুখোড় মাইলেজ, বাজার কাঁপাচ্ছে সস্তার এই কয়েকটি বাইক, রইল বিস্তারিত | Newshost24 Safar

কম দামে তুখোড় মাইলেজ, বাজার কাঁপাচ্ছে সস্তার এই কয়েকটি বাইক, রইল বিস্তারিত | Sangbad Safar
কম দামে তুখোড় মাইলেজ, বাজার কাঁপাচ্ছে সস্তার এই কয়েকটি বাইক,

চলতি বছরে হিরো প্যাশনের বাইক হিসেবে জুন এবং জুলাই মাসে ভারতের সেরা ১০টি সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলগুলির মধ্যে একটি হিসাবে Hero Splendor এবং Hero HF-এ তালিকায় যুক্ত হয়েছে৷ Hero Splendor ও Hero HF দু’টি বাইকই বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল ব্র্যান্ড। এদিকে হিরো প্যাশনের এই দুটি ব্র্যান্ডের সাথে তৃতীয় বাইক হিসেবে যোগ দিয়েছে হিরো মটোকর্প।

হিরো মটোকর্পের চিফ বিজনেস অফিসার রনজিভজিৎ সিং জানিয়েছেন, আমি আমাদের ক্রেতাদের কাছে কৃতজ্ঞ তারা আমাদের উপর ভরসা রেখেছে। ভারতের বাজারে হিরো প্যাশন অন্যতম জনপ্রিয় বাইক। এই মডেলটি দুই দশকের বেশি পুরোনো হলেও এখনও সকলকে আকৃষ্ট করে। প্যাশন বাইক ১০০ সিসি ইঞ্জিনের মাধ্যমে আরও সকলকে আকৃষ্ট করবে বলে মনে করি।

ভারতের টু হুইলারের মধ্যে সবথেকে জনপ্রিয় বাইক হল হিরো মটোকর্প। ১০০ সিসি ইঞ্জিনের রেঞ্জ সহ যার মধ্যে ধারাবাহিকভাবে বেশ জনপ্রিয় দু’টি মডেল হল Spendor এবং HF মডেল। ২০০১ সালে ভারতের বাজারে লঞ্চ করা হয় হিরো প্যাশন। এরপর থেকে এটি ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে। জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে এটির নিজস্বতা ধরে রাখতে পেরেছে এবং এখন Hero MotoCorp বাইকের বাজারে নিজেদের সেরা হিসেবে প্রতিপন্ন করতে সচেষ্ট।

সেরা ১০টি বেস্ট সেলিং মোটরসাইকেলের অন্যান্য মডেলগুলির মধ্যে রয়েছে Honda Shine, Bajaj Pulsar, Bajaj Platina, TVS Raider, TVS Apache এবং Royal Enfield Classic ৩৫০৷ Honda CB Unicorn ১৫০ ছাড়াও চলতি বছরে জুন এবং জুলাই মাসে এর জন্য সেরা ১০ তালিকায় স্থান করে নিয়েছে৷ জুলাই ২০২৩-এর বিক্রয় পরিসংখ্যান সহ নিম্নে শীর্ষ কয়েকটি সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলের তালিকা দেওয়া হল।

প্রথমেই রয়েছে হিরো মটোকর্প যা বিক্রি হয়েছে ২,৩৮,৩৪০ ইউনিট। দ্বিতীয় স্থানে রয়েছে হন্ডা শাইন যা বিক্রি হয়েছে ১,৩১,৯২০ ইউনিট। তৃতীয় স্থানে রয়েছে বাজাজ পালজার যা বিক্রি হয়েছে ১,০৭,২০৮ ইউনিট। চতুর্থ স্থানে রয়েছে হিরো HF ডেলিক্স যা বিক্রি হয়েছে ৮৯,২৭৫ ইউনিট এবং পঞ্চম স্থানে রয়েছে হিরো প্যাশন যা বিক্রি হয়েছে ৪৭,৫৫৪ ইউনিট।


#কম #দম #তখড় #মইলজ #বজর #কপচছ #সসতর #এই #কয়কট #বইক #রইল #বসতরত #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews