সময়ের সাথে সাথে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি বিভিন্ন দুর্দান্ত স্মার্টফোন নিয়ে এসে চমকে দেয় গ্রাহকদের। সেরকমই ২০২৩ সালে একাধিক স্মার্টফোন লঞ্চ করেছে ‘Samsung’। যদিও আগামী কয়েকমাসের মধ্যে তারা নতুন কোনো ফোন আনবে না বলেই শোনা গিয়েছে। কারণ, তারা এমন কিছু ফোন নিয়ে কাজ করছে যেগুলি আগামী বছর বাজারে আসবে। যার মধ্যে উল্লেখযোগ্য একটি ফোন হলো ‘Samsung Galaxy A25’। কয়েক মাস আগে এই ফোনের বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছিল। আজ আমরা সেগুলি সম্পর্কেই আলোচনা করবো এই প্রতিবেদনে।
তবে আপনাদের জানিয়ে রাখা ভালো এই ফোনের ফিচার সম্পর্কে জানা গেলেও দাম সম্পর্কে এখনো কিছু তথ্য জানা যায়নি। তাই ফোনের দাম জানতে আপাতত অপেক্ষা করতে হবে গ্রাহকদের। এতে থাকবে ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। যা ৯০ হার্টজ রিফ্রেশরেট এবং উচ্চ রেজোলিউশন সাপোর্ট করবে।
প্রসেসর হিসেবে থাকবে অক্টাকোর প্রসেসর। ফোনটির বেস মডেলে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকবে বলেই জানা গিয়েছে। তবে সেটির অন্যান্য ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন গ্রাহকেরা। এই ফোনে ক্যামেরার দিক দিয়ে থাকবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা দেওয়া হবে। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পাবেন ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
যদি আমরা পাওয়ার ব্যাকআপ দেখি তাহলে সেখানে ২৫ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট-সহ ৫০০০ mAh ব্যাটারী দেওয়া থাকবে। অন্যান্য উল্লেখযোগ্য ফিচার হিসেবে সেখানে ফাইভ-জি, ফোর-জি কানেকশন, ওয়াইফাই কানেকশন, ব্লুটুথ, ইউএসবি টাইপ-সি পোর্ট ইত্যাদি ফিচার পাওয়া যাবে।
Leave a Reply