September 26, 2023, 9:23 am
দেশের বাজারে SUV গাড়ির জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। ধীরে ধীরে মানুষের কাছে চাহিদা পূরণের এক গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে এই ধরনের গাড়ি। ভারতের গাড়ির বাজারে বেশি চাহিদা পায় দুর্দান্ত পারফর্মেন্স ও লুক। তাই এই চাহিদা মেটাতে সক্ষম SUV। ভারতের জনপ্রিয় SUV গাড়ির মধ্যে জনপ্রিয় হল হুন্ডাই, টাটা কোম্পানির গাড়ি। তবে কম দামে SUV-এর গাড়ি কোনগুলি তা অনেকের মনেই প্রশ্ন থাকে। আজকের প্রতিবেদনে রইল তেমনই কয়েকটি গাড়ির খোঁজ।
Hyundai Exter: দেশের বাজারে এই সংস্থার গাড়ি বেশ জনপ্রিয়। এটি একেবারে ব্র্যানকড নিউ SUV। গাড়িতে রয়েছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একাধিক সেফটি লক, ব্লুটুথ কানেকশন, ইলেকট্রিক সানরুফ, হিল অ্যাসিস্ট ইত্যাদি। এছাড়া রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। গাড়িটির দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু। এটির এক্স শোরুম মূল্য সর্বোচ্চ ১০ লক্ষ টাকা।
Tata Punch: এই গাড়িটি যেমন দেয় দুর্দান্ত পারফর্মেন্স তেমনি রয়েছে এটির লুক। এতে রয়েছে টাচস্ক্রিন, ডুয়াল এয়ারব্যাগ, এয়ার কন্ডিশনিং, USB পোর্ট সহ ইত্যাদি সুবিধা। ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন ও ৫ স্পীড ম্যানুয়াল ও অটোমেটিক গিয়ারবক্স। এটির দাম ৬ লক্ষ টাকা থেকে ৯.৪৭ লক্ষ টাকা। এই গাড়ির একমাত্র প্রতিদ্বন্দ্বী হল Hyundai Exter।
Renault Kiger: Renault-এর সবথেকে কম দামের গাড়ি হল Kiger। এই গাড়িতে ফিচার্স হিসেবে রয়েছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন, রিয়ার ক্যামেরা, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, চাইল্ড সেফটি লক, ৪টি এয়ারব্যাগ, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম সহ ইত্যাদি। এতে রয়েছে ১ লিটার ইঞ্জিন। এই গাড়ির দাম ৬.৫০ লক্ষ টাকা থেকে ১১.২৩ লক্ষ টাকা।
Nissan Magnite: এটি একটি ৫ সিটার গাড়ি। গাড়িতে ফিচার্স হিসেবে রয়েছে ৭ ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, টায়ার প্রেশার মনিটর, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ক্র্যাশ সেন্সর সহ ইত্যাদি। এছাড়া রয়েছে ১ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যা ৭২ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে। এই গাড়ির দাম ৬ লক্ষ টাকা থেকে শুরু।
Hyundai Venu: এটি হুন্ডাই-এর আরেকটি সস্তা গাড়ি। এই গাড়িতে রয়েছে ৫ স্পীড ম্যানুয়াল, ৬ স্পীড আইএমটি ও ৭ স্পীড ডিসিটি ট্রান্সমিশনের বিকল্প। ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। এতে ফিচার্স হিসেবে রয়েছে ৬টি এয়ারব্যাগ, ৮ ইঞ্চি টাচস্ক্রীন, ব্লুটুথ কানেক্টিভিটি, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, ক্র্যাশ সেন্সর। এই গাড়ির দাম ৭.৭২ লক্ষ টাকা।
#কম #দম #ফটফট #ফচরস #দশর #বজর #কপচছ #এই #৫ট #দমদর #মইলজর #SUV #গড় #রইল #লসট #Newshost24 #Safar
Leave a Reply