আগামী ৭ই আগস্ট লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত স্মার্টফোন ‘Samsung Galaxy F34 5G’। আসলে এই সংস্থার ‘গ্যালাক্সি’ সিরিজের স্মার্টফোনগুলি ভীষণ জনপ্রিয় গ্রাহকমহলে। তাইতো এই সিরিজের এই ফাইভ-জি স্মার্টফোনটির জন্য একপ্রকার মুখিয়ে ছিলেন সকলে। এবার তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই এই ফোন লঞ্চ করার কথা জানিয়েছে সংস্থা।
এই ফোনে ভীষণই কমদামে দুর্দান্ত ফিচার পেয়ে যাবেন গ্রাহকেরা। যেমন এতে রয়েছে ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। রয়েছে অক্টাকোর প্রসেসর, ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
ক্যামেরার দিক দিয়ে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য রয়েছে ৬০০০ mAh ব্যাটারী। দুর্দান্ত ফিচারযুক্ত এই ফোনটি পাওয়া যাবে মাত্র ১৭,০০০ টাকায়। যে কারণে গ্রাহকদের মনে উচ্ছ্বাস বেড়ে গিয়েছে বহুমাত্রায়।
উল্লেখযোগ্য, ‘স্যামসাং’ মাঝেমধ্যেই এরকম দুর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে আসে সকলের জন্য। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু ফোনের দাম অনেকটাই বেশি থাকে। ফলে সাধারণ মানুষের পক্ষে তা কেনা সম্ভব হয় না। এদিক দিয়ে এই ফোনটি ভীষণই পকেটসুলভ।
Leave a Reply