রেডমি স্মার্টফোনের বাজারে একটি জনপ্রিয় সংস্থা। তাদের মডেলগুলি বাজারে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে যায়। একাধিক সিরিজের স্মার্টফোন তারা ইতিমধ্যে বাজারে এনেছে যা অনেক কম দামে উপলব্ধ করেছে এই সংস্থা। এই কারণে রেডমির জনপ্রিয়তা বরাবরই বেশ উঁচুতে। এবার রেডমি-এর তরফে নতুন স্মার্টফোন বাজারে আনা হয়েছে আর তা হল Redmi 12C।
কম বাজেটের মধ্যে এটি অন্যতম দুর্দান্ত একটি স্মার্টফোন। কোনো গ্রাহক যদি কম দামের মধ্যে কোনো স্মার্টফোন কিনতে চান যার মধ্যে থাকবে একাধিক ফিচার্স ও স্পেসিফিকেশন হবে দুর্দান্ত তার জন্য আদর্শ হবে রেডমি সংস্থার এই নতুন স্মার্টফোনটি। আবারও কম দামে একাধিক বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে রেডমি।
তবে এবার জেনে নেওয়া যাক কি কি রয়েছে এই স্মার্টফোনে। গ্রাহক এই স্মার্টফোনটি কিনলে পাবেন ৬.৭১ ইঞ্চি ডিসপ্লে যা আইপিএস এলসিডি ফুল এইচডি। এছাড়া স্টোরেজের কথা বলতে গেলে এতে রয়েছে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি। সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি যাতে রয়েছে দ্রুত চার্জিং সাপোর্ট।
স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২-তে রান করে। এই স্মার্টফোনের একটি ভ্যারিয়েন্ট যেটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি সেটির দাম মাত্র ৮,৫০০ টাকা। খুব কম টাকায় একাধিক ফিচার্সযুক্ত রেডমির এই স্মার্টফোন গ্রাহকের মুখে যে ফের হাসি ফোটাবে তা আর বলে দিতে হয় না।
Leave a Reply