ভারতবাসীর দীর্ঘদিনের আশা ও ভরসার স্থল হল হিরো মটোকর্প। দীর্ঘদিন ধরে কম দামের মধ্যে একাধিক ফিচার্সযুক্ত দুর্দান্ত গাড়ি তাদের মাধ্যমে দেশের মানুষের কাছে এসে পৌঁছোচ্ছে। তাই আজকের প্রতিবেদনে এমনই একটি হিরো মটোকর্পের নতুন একটি গাড়ির আলোচনা করা হল।
আর সেই মডেলটি হল BS-VI compliant Splendor iSmart বাইক। জানা যাচ্ছে, এই নতুন বাইকটির দাম ৬৪,৯০০ টাকা। এতে রয়েছে ১১০ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ ৯ বিএইচপি পাওয়ার ও টর্ক উৎপন্ন করে।
এছাড়া সংস্থার তরফে জানানো হয়েছে হিরো মটোকর্পের এটি একটি নতুন মডেল যা তৈরি হয়েছে আকর্ষণীয় ডিজাইন, নতুন ইঞ্জিন দ্বারা। এটি জয়পুর কারখানায় নতুন ভাবে তৈরি করা হয়েছে বলেও জানিয়েছে সংস্থা।
আরও জানা যাচ্ছে, এই মডেলের দামের উপর বাকি BS-VI সিরিজের বাইকের দাম অনুমান করা যাবে। আগামী মাসের মধ্যে এই বাইক বাজারে হাজির হতে চলেছে যার জন্য অনেকেই আশাবাদী।
Leave a Reply