বর্তমানে দেশে পেট্রোল চালিত গাড়ির মত বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা ক্রমে বৃদ্ধি পেয়েছে। এছাড়া বৈদ্যুতিক যানবাহন পরিবেশবান্ধব হওয়ায় এবং জ্বালানির খরচ না থাকায় অনেকেই কিনতে আগ্রহী হচ্ছেন। বিভিন্ন সংস্থা তারা তাদের তৈরি বৈদ্যুতিক যানবাহনে একাধিক ফিচার্স এনেছে যার ফলে আকৃষ্ট হচ্ছেন গ্রাহকেরা। তবে অনেকেই স্কুটার বা বাইক কিনতে গেলে দোটানায় পড়েন। আজকের প্রতিবেদনে রইল কয়েকটি গাড়ির বিবরণ।
Lectrix EV LXS: তালিকার প্রথম গাড়িটি হল Lectrix EV LXS। এটি একটি দারুণ স্কুটার যা বিদ্যুৎ-এর সাহায্যে চলে। সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় ৪-৫ ঘন্টা। স্কুটারটির সর্বোচ্চ গতি ৫০ কিলোমিটার। এটি সর্বোচ্চ গতিতে ৮৯ কিলোমিটার মাইলেজ অতিক্রম করতে পারে। এটির এক্স শোরুম মূল্য ৯১,০০০ টাকা থেকে শুরু।
Hero Electric Optima: তালিকার দ্বিতীয় বাইকটি হল Hero Electric Optima। এটি সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটারে ১৪০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এই স্কুটারটির দাম ৬৭,০০০ টাকা থেকে ৮৫,০০০ টাকা।
Okinawa Praise Pro: তালিকার তৃতীয় স্কুটারটি হল Okinawa Praise Pro। সম্পূর্ণ চার্জে এটি ৮৮ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে সক্ষম। এটির দাম ৯৯,০০০ টাকা।
Leave a Reply