হিরো স্প্লেন্ডর মোটরসাইকেল দেশের বেস্ট সেলিং টু হুইলার.. তবে কেবল এই মডেল না, হিরোর বিভিন্ন মডেলে দুর্দান্ত পারফরম্যান্স পান গ্রাহকরা ফলে এর প্রতিফলন দেখা যায় এই কোম্পানির মোটরসাইকেলগুলির বিক্রিতেও। ভারতের বৃহত্তম টু হুইলার সংস্থা হিরো মোটকর্প প্রতিমাসে প্রচুর মডেল ক্রেতাদের কাছে পৌঁছে দেয়।
আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো হিরোর লাইনআপে থাকা তিনটি মোটরসাইকেল যা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাড়ি নিয়ে আসে-
Passion- দেশের সর্বাধিক বিক্রিত দশটি মোটরসাইকেল এর মধ্যে পঞ্চম স্থান দখল করেছে Hero Passion series. style আরাম এবং সুবিধার সামঞ্জস্য রাখা হয়েছে এই বাইকটিতে। গত কয়েক মাস আগেই নতুন প্যাশন প্লাস বাইক সামনে এনেছেন এই সংস্থা। যার ইঞ্জিন 5.9kW রেটে ৮০০০rpm এর পাওয়ার আউটপুট ও ৬০০০rpm টর্ক উৎপন্ন করে।
Splendor ও HF- এরই পাশাপাশি দেশের সর্বাধিক বিক্রিত প্রথম পাঁচ মোটরসাইকেল এর মধ্যে জায়গা করে নিয়েছে Splendor ও HF Deluxe. জুলাইয়ে হিরো স্প্লেন্ডার ২,৩৮,৩৪০ ইউনিট বিক্রির মাধ্যমে তালিকার প্রথম স্থান দখল করেছে। যেখানে HF Deluxe সবমিলিয়ে ৮৯,২৭৫ গ্রাহকের মুখ দেখেছে।
এ বেশিরভাগ গ্রাহকেরই প্রধান চাহিদা থাকে সাধারণ দামে ভালো মাইলেজ সম্পন্ন একটি বাইক। আর হিরো বরাবর মধ্যবিত্ত গ্রাহকদের সেই চাহিদার কথাই মাথায় রেখেছে। এই চাহিদার কথা লক্ষ্য রেখে ১০০ সিসি সেগমেন্টে সেরা প্রযুক্তি প্রদান করেছে। ফলে লক্ষ লক্ষ মানুষের ভরসা স্থান হয়ে উঠেছে হিরো মোটকর্প। বর্তমানে বিভিন্ন কমিউটার বাইকগুলিকে অত্যাধুনিক ফিচার দ্বারা আপডেট দেওয়া হচ্ছে।
Leave a Reply