বাজারে সবথেকে ব্যস্ত টু হুইলার সংস্থাগুলির মধ্যে একটি রয়্যাল এনফিল্ড। রোডস্টার থেকে শুরু করে অ্যাডভেঞ্চার যে কোন সেগমেন্টে সেরার সেরা হয়ে উঠেছে রয়্যাল এনফিল্ড। আর নিজেদের জায়গা বজায় রাখতে গ্রাহকদের ধামাকা দিতে চলেছে রয়াল এনফিল্ড। হারলে ডেভিডসন এবং বাজাজ ট্রায়াম্ফকে পাল্টা দিতে ৬৫০ সিসি এর সেরপা আনতে চলেছে বাজারে।
ইতিমধ্যে বাইকের একাধিক পরীক্ষা শুরু হয়ে গেছে ধাপে ধাপে চলছে টেস্টিংও। যার ছবি ক্যামেরাবন্দিও হয়েছে বহু মানুষের ফোনে।
বাইকের ইঞ্জিন সম্পর্কিত বিভিন্ন তথ্য ইতিমধ্যে সামনে এসেছে চলুন দেখে নেয়া যাক এই বাইক সম্পর্কে বিস্তারিত। বাইকের যে টেস্ট মডেল ক্যামেরাবন্দি হয়েছে MRF টায়ার দেখা গেছে। ইঞ্জিনের কথা বললে এতে দেওয়া হচ্ছে ৬৪৮cc টুইন সিলিন্ডার ইঞ্জিন যা থেকে আউটপুটের পরিমাণ 47 হর্সপাওয়ার ও ৫২ নিউটন মিটার টর্ক। ইঞ্জিনের সাথে থাকবে ৬ স্পিড গিয়ার বক্স। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলে এতে থাকতে পারে আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক এবং টুইন রিয়ার শক।
ব্রেকিং এর দায়িত্ব সামলানোর জন্য দেওয়া হতে পারে উভয় চাকায় ডিস্কব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এই বাইক সিঙ্গেল সিট নিয়ে আসতে পারে। তবে হ্যাঁ এখনো পর্যন্ত এর নাম স্পষ্টভাবে সামনে আসেনি। তবে ধারণা করা হচ্ছে এটি “শেরপা” নামেই আসতে পারে। মিড ওয়েট মোটরসাইকেলের মধ্যে এটি যে দারুন বিকল্প হতে পারে তা আশা করা যায়।
প্রসঙ্গত এই বাইকের প্রতিদ্বন্ধী যারা যেমন হোন্ডা CBR 650R, SUZUKI HAYABUSA এই প্রত্যেকটারই দাম 9 লাখের কম নয়। ৫০০ সিসির ওপরে যে মোটরসাইকেল বিক্রি হয় ভারতে তার মধ্যে রয়্যাল এনফিল্ড বাইকের দামে সব থেকে সস্তা। তাই আশা করা যাচ্ছে আসন্ন বাইকটির দামও সেই মতই রাখবে রয়্যাল এনফিল্ড।
Leave a Reply