সময়ের সাথে সাথে সাথে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি দারুণ ফিচারযুক্ত স্মার্টফোন নিয়ে গ্রাহকদের জন্য। এই যেমন ৩১শে আগস্ট চীনে লঞ্চ হতে চলেছে ‘iQOO Z8’ সিরিজের দুটি ফোন, ‘Vanilla iQOO Z8’ এবং ‘iQOO Z8x’। বেশ কিছু সূত্র থেকে এই ফোনগুলির ফিচার সম্পর্কে জানা গিয়েছে। যেমন এই ফোনে ব্যাটারী এবং প্রসেসরের তথ্য প্রকাশ্যে এসেছে। যেখানে প্রসেসর হিসেবে থাকবে Qualcomm Snapdragon 6 Gen 1 SoC এবং ৬০০০ mAh ব্যাটারী দেওয়া হবে।
আসুন তাহলে এই ‘iQOO Z8x’ ফোনের সমস্ত তথ্য জেনে নেওয়া যাক।
এতে থাকবে ৬.৬৪ ইঞ্চির ডিসপ্লে, যেটি ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। এতে পাবেন সর্বাধিক ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ। তবে এই স্টোরেজ আপনি বর্ধিত করতে পারেন। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা।
এতে ক্যামেরা হিসেবে পাবেন ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং সামনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপ সামলাতে রয়েছে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিংযুক্ত ৬০০০ mAh ব্যাটারী। এছাড়া অন্যান্য ফিচার দেখতে গেলে পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফাইভ-জি, ব্লুটুথ কানেকশন ইত্যাদি।
দাম: এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম আনুমানিক ১৯,৯৯০ টাকা হতে পারে। উল্লেখযোগ্য, শুধু এই সংস্থাই নয় অন্যান্য সংস্থাও ক্রমাগত বিভিন্ন স্মার্টফোন লঞ্চ করে চলেছে। সেইসব তথ্যও আমরা তুলে ধরবো আপনাদের সামনে।
Leave a Reply