September 21, 2023, 10:01 am
বর্তমান সময়ে দাঁড়িয়ে নিলজ্জতা ও যৌনতার এপিঠ-ওপিঠ হল ওয়েবসিরিজ।এখানে বিভিন্ন ধরণের যৌন উত্তেজনা মূলক সিন দেখানো হয়। তেমনই টানটান উত্তেজনা নিয়ে কয়েকমাস আগে উল্লুতে রিলিজ করেছে নতুন ওয়েব সিরিজ তাওয়া গরম পার্ট ২। ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা।
আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না। এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে।
বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।
তবে, সম্প্রতি ‛উল্লু’ ওয়েবসাইটের এই নতুন সিরিজ যেন বেশি করে যৌনতা, লালসার গল্প বলেছে। চরমসুখ এর প্রথম পার্টটিও ব্যাপকভাবে মনে ধরেছিল সকলের। আর এই চরমসুখ-Tawa Garam-এর দ্বিতীয় পার্টটিও যে ব্যাপকভাবে দর্শকমনে সাড়া ফেলেছে তা বলাই যায়। গল্পটি বন্ধুত্ব ও প্রেমের রসালো কাহিনীতে ভরা। প্রমোতে দেখা যাচ্ছে যে, এক বাড়িতে দুই বন্ধু থাকে। আর সেখানে এসেই হাজির হয় এক আন্টি।
ধীরে ধীরে ওই দুই যুবকের সঙ্গে আন্টির প্রেম ও পরে শারীরিক সম্পর্ক তৈরি হয়। আগামীদিনে এই সম্পর্ক কোনদিকে মোড় নেবে তা জানতে গেলে আপনাকে এই ওয়েবসিরিজ দেখতেই হবে। তবে, পরিবার বা বাচ্চাদের সামনে নয় আপনি চাইলে গোপনে এই ওয়েবসিরিজের মজা নিতেই পারেন। ওয়েবসিরিজে আন্টির চরিত্রে অভিনয় করেছেন পিহু। সোনু ও রাজের চরিত্রে অভিনয় করেছেন মোহিত শর্মা ও সৌরভ শেওয়াল। আর ফুফাজির চরিত্রে অভিনয় করেছেন শিখর গুলানি।
#ককমক #দখ #নজদর #কনটরল #করত #পরন #দই #যবক #ঘনষঠ #হতই #পল #চরম #সখ #বচচর #দর #থক #এই #সরজ #থক
Leave a Reply