মোবাইল জগতে হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বেশ তৎপর Motorola. এবছর বেশ আটঘাট বেঁধেই মাঠে নেমেছে এই সংস্থা। জানা যাচ্ছে মটোরলা বর্তমানে Moto G54 এবং Moto G84 সহ G সিরিজের কয়েকটি নতুন মডেল লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আর এরই মধ্যে দীর্ঘদিন ধরে চর্চায় রয়েছে Moto G54 5G. ইতিমধ্যে এর স্পেসিফিকেশন ও ডিজাইন ফাঁস হয়েছে এমনকি হ্যান্ডসেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের FCC সাইটে উপস্থিত হয়েছে যা ডিভাইসটির লঞ্চ নিশ্চিত করছে।
Moto G54 : এর মূল আকর্ষণ এর ক্যামেরা। লো বাজেটে ভালো ক্যামেরার ফোন খুঁজে পাওয়া বেশ চ্যালেঞ্জিং বিষয়। ফোনগুলির দাম কমার সাথে ক্যামেরার বাজেট কাটা হয়। কিন্তু আপনি যদি এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি ফোনে দারুন ক্যামেরা চান তাহলে Moto G54 5G ভালো অপশন হতে পারে।
বেশ কিছু সম্ভাব্য বৈশিষ্ট্য সামনে এসছে ফোনের। ফোনের ছবি থেকে দেখা যাচ্ছে এর পিছনে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে একটি হলো ৫০ এমপি OLS CAMERA যা ৪:১ পিক্সেল বিনিং ব্যবহার করবে। অন্যান্য বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এটি সম্ভবত ২০w টার্বো পাওয়ার চার্জিং যুক্ত ৫৬৪০mAh ব্যাটারি সহ আসবে। ফোনটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।
6.5 ইঞ্চি FHD+ ডিসপ্লে সহ আসা এই ফোনে থাকতে পারে ৮ জিবি Ram এবং ২৫৬ জিবি স্টোরেজ। একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য চারটি কালার বিকল্পে আসতে পারে এই ফোন। তার মধ্যে রয়েছে ambrosia, Ballad Blue, Coronet Blue, outer space. খুব শীঘ্রই Moto G54 বাজারে আসতে চলেছে বলেই খবর মিলছে।
Leave a Reply