1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
কালো রূপেই মুগ্ধ সবাই! পুজোর মার্কেট গরম করতে এন্ট্রি নিল MG Astor Blackstrom এডিশন, রেঞ্জ দেবে ৩০৩ কিমি - Newshost24 Safar - Newshost24

September 27, 2023, 4:16 am

কালো রূপেই মুগ্ধ সবাই! পুজোর মার্কেট গরম করতে এন্ট্রি নিল MG Astor Blackstrom এডিশন, রেঞ্জ দেবে ৩০৩ কিমি – Newshost24 Safar

কালো রূপেই মুগ্ধ সবাই! পুজোর মার্কেট গরম করতে এন্ট্রি নিল MG Astor Blackstrom এডিশন, রেঞ্জ দেবে ৩০৩ কিমি – Newshost24 Safar

কালো রূপেই মুগ্ধ সবাই! পুজোর মার্কেট গরম করতে এন্ট্রি নিল MG Astor Blackstrom এডিশন, রেঞ্জ দেবে ৩০৩ কিমি - Sangbad Safar
কালো রূপেই মুগ্ধ সবাই! পুজোর মার্কেট গরম করতে এন্ট্রি নিল

পুজোর আগে সব গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলি নিজেদের চমক দেখাতে প্রস্তুত। আর এবার সেই তালিকায় নাম জুড়লো MG Astor-এর। সম্প্রতি লঞ্চ হয়েছে MG Astor-এর Blackstrom edition. যাতে রয়েছে ১.৫ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন যা থেকে উৎপাদিত শক্তির পরিমাণ ১০৮bhp ও ১৪৪NM টর্ক। ম্যানুয়াল ও সিভিটি অটোমেটিক উভয় গিয়ার বক্স সমেত উপলব্ধ হয়েছে গাড়িটি।

দাম- জানা যাচ্ছে এই মডেল দুটির দাম যথাক্রমে ১৪,৪৭,৮০০টাকা‌ ও ১৫,৭৬,৮০০ টাকা। Astor Blackstorm edition গাড়িটির মিড লেভেল স্মার্ট ট্রিমের ওপর ভিত্তি করে এসেছে।

এক্সটেরিয়ার-স্পেশাল এডিশনের গাড়িটির মধ্যে বেশ কিছু আপগ্রেড দেওয়া হয়েছে। যেমন গ্লাস ব্ল্যাক আউট ফ্রন্ট ও রিয়ার বাম্পার, গ্লস ব্ল্যাক রুফ রেল, রেড ব্রেক ক্যালিপার সহ ব্ল্যাক অ্যালয় হুইল। এরই পাশাপাশি ফ্রন্ট ফেন্ডারে ব্ল্যাকস্টর্ম ব্যাজ নতুন মাত্রা যোগ করেছে।

ইন্টেরিয়র- ফিচার্সের কথা বললে এতে উপস্থিত রয়েছে রেড স্টিচিং সহ টেক্সডো ব্ল্যাক আপহোলস্টেরি, জেবিএল স্পিকার, ৭ ইঞ্চি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, পার্সোনালাইজড এআই অ্যাসিস্ট্যান্ট, ক্রুজ কন্ট্রোল, রিয়ার পার্সেল সেল্ফ, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম‌।

উল্লেখ্য, ২০২৫ সালে Astor Blackstorm Edition এর ইলেকট্রিক ভার্সন আনার পরিকল্পনা করেছে MG India. এতে থাকতে পারে ২৮.১কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ও ৬৮ বিএইচপি ক্ষমতার ইলেকট্রিক মোটর। সম্পূর্ণ চার্জে এটি ৩০৩ কিলোমিটার রেঞ্জ প্রদানে সক্ষম হবে বলেই আশা। পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এমজি নিজের পোর্টফোলিওতে আরো একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে বলে পরিকল্পনা নিয়েছে।


#কল #রপই #মগধ #সবই #পজর #মরকট #গরম #করত #এনটর #নল #Astor #Blackstrom #এডশন #রঞজ #দব #৩০৩ #কম #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews