কিছুদিন আগেই বাজারে লঞ্চ হয়েছে ‘Maruti Suzuki’র মাল্টিপারপাস ভেহিকেল ‘Invicto’। এই গাড়িটি সংস্থার সবথেকে দামী মডেল। যার ফলে এই গাড়িটি ভরে দেওয়া হয়েছে একাধিক ফিচারে। আজ আমরা সেরকমই কয়েকটি বৈশিষ্ট্যের কথা জানবো, যেগুলো এই গাড়িতে প্রথম ব্যবহার করেছে সংস্থা।
বিশেষ ফিচার: বেশিরভাগ গাড়িতেই আমরা সাধারণত ‘ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল সিস্টেম’ দেখেছি, তবে এই গাড়িতে রয়েছে ‘মাল্টি জোন ক্লাইমেট কন্ট্রোল’এর সুবিধা। সংস্থার প্রথম কোনো গাড়িতে ‘রিয়ার উইন্ডো শ্যাডো’ অপশন উপলব্ধ হয়েছে। ফলে খুব সহজেই জানালা ঢেকে রাখতে পারবেন যাত্রীরা।
এই প্রথমবার কোনো গাড়িতে এমন ফিচার যোগ করা হয়েছে, যেখানে গাড়ির মালিক একটি বোতাম টিপে গাড়ি লক করতে পারবেন আবার টেলগেট ঘুরতে পারবেন। ১০.১ ইঞ্চির ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে এই গাড়িতে। যেখানে বিনোদন ছাড়া গাড়ির অন্যান্য তথ্য দেখা যাবে। আরো একটি সুবিধা হলো ফ্রন্ট পার্কিং সেন্সর। এই প্রথমবার কোনো গাড়ির সামনে পার্কিং সেন্সর দিয়েছে সংস্থা। যা আলাদা মাত্রা যোগ করেছে গাড়িতে।
ইঞ্জিন: এতে হাইব্রীড মোটরের সাথে ২ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে। সংস্থার তরফ থেকে দাবী করা হয়েছে এই গাড়িতে মাইলেজ পাওয়া যাবে ২৩ কিলোমিটার। রয়েছে ২৩৯ লিটার বুট স্পেস যা ৬৯০ লিটার পর্যন্ত বর্ধিত করা যাবে।
রং: একাধিক রঙের বিকল্প উপলব্ধ রয়েছে এই গাড়িতে। যে তালিকায় রয়েছে নেক্সা ব্লু, স্টেলার ব্রোঞ্জ, ম্যাজেস্টিক সিলভার, মিস্টিক হোয়াইট।
দাম: এই গাড়ির দাম ২৪.৭৯ লক্ষ
টাকা- ২৮.৪২ লক্ষ টাকা।
Leave a Reply