বি-টাউনের স্টার কিডসদের নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। চর্চিত স্টার কিডসদের মধ্যে অন্যতম সাইফ আলি খান ও অমৃতা সিংয়ের কন্যা সারা আলি খান। বলিউডে পা রাখবার আগে থেকেই টিনসেল টাউনে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন সারা। তবে, বলিউডে অভিষেকের পর প্রত্যাশা পূরণেও সফল হয়েছেন সইফ কন্যা। বর্তমানে সারার এক মুখ হাঁসিতে কুপোকাত অনুরাগীরা। কিন্তু সেই মিষ্টি সারার কাণ্ডে রেগে আগুন তার শিক্ষক। কি এমন কাণ্ড করলেন সইফ কন্যা?
বলিউডের নয়া সেন্সেশন হয়ে উঠেছেন সারা আলি খান। অভিনয়ের মতো স্টাইল স্টেটমেন্টেও বি টাউনের অন্যান্য অভিনেত্রীদের টক্কর দিতে প্রস্তুত সে। বলিউডের নিজের অভিনয়ের দক্ষতায় জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমেই হাতে-খড়ি সারার। এই ছবিতে চুটিয়ে কাজ করেছিলেন দু’জনেই। প্রথম ছবিতেই সারাতে মুগ্ধ হয়েছিল বলিউড। সুশান্ত পৃথিবীর মায়া ত্যাগ করলেও সারা তার অভিনয়ের দক্ষতায় এগিয়ে চলেছে। তবে এরই মাঝে এমন কান্ড করে বসলেন সারা যে রেগে আগুন তার শিক্ষক।
কি ভাবছেন এখন কোনও কান্ড ঘটিয়েছে সইফ কন্যা? না না এখন নয় তবে কাণ্ড ঘটিয়েছিলেন ছেলেবেলায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ছোটবেলার দুষ্টুমি কথা অকপটে স্বীকার করেছেন সারা। সারা জানিয়েছেন স্কুলে ক্লাসরুমের ফ্যানের ব্লেডের মধ্যে আঠা লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। আর তারপরেই ফ্যান চালাতেই সেই আঠা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে। সারার এই কাজে প্রচন্ড রেগে যায় শিক্ষক।
শিক্ষক এতটাই রেগে গিয়েছিলেন যে সারাকে সাসপেন্ড করা মতো সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যদিও পরবর্তীকালে সারা তার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন শিক্ষকের কাছে। আর তাতেই স্কুল থেকে আর সাসপেন্ড হতে হয় না তাকে। যদিও সারাকে যখন প্রশ্ন করা হয়েছিল সে এই কান্ড কেনও ঘটিয়েছে তিনি কিন্তু চুপ করে ছিলেন। সারা নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হয়েছেন।
Leave a Reply