সম্প্রতি জনপ্রিয় অটোমোবাইল সংস্থা ‘হণ্ডা’ ভারতে তাদের নতুন মোটরবাইক লঞ্চ করেছে। যেটির নাম ‘CD110 Dream Deluxe’। আপনাদের জানিয়ে রাখা ভালো এই বাইকের একটি মাত্র ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতের বাজারে। আসুন তাহলে এই বাইকের ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
এতে রয়েছে ১০৯.৫ সিসির এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন। যা মূলত BS6 দ্বিতীয় পর্যায়ের নিয়ম মেনে চলে। বাইকটি থেকে সর্বাধিক ৮.৬৭ বিএইচপি শক্তি এবং ৯.৩০ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে রয়েছে ৪ স্পীড গিয়ারবক্স। এছাড়া এতে কিক স্টার্টের পাশাপাশি সেল্ফ স্টার্ট অপশন দেওয়া হয়েছে।
যদি আমরা সুরক্ষার দিকটি দেখি তাহলে সামনে ও পিছনের দুই চাকাতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এছাড়া এতে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং হাইড্রোলিক অ্যাবজর্বার। এতে গুরুত্বপূর্ণ একটি ফিচার দেওয়া হয়েছে। যেটি হলো ‘সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ’। অর্থাৎ স্ট্যান্ড নামা অবস্থায় স্টার্ট নেবে না বাইকটি।
দাম: বাইকটির এক্স-শোরুম মূল্য ৭৩,৪০০ টাকা। যার সাথে ১০ বছরের ওয়ারেন্টি প্যাকেজ পাওয়া যাবে। যেখানে ৩ বছরের স্ট্যান্ডার্ড এবং ৭ বছরের অপশনাল এক্সটেনশন ওয়ারেন্টি পেয়ে যাবেন গ্রাহকেরা। তাই আর দেরী কীসের এক্ষুনি কিনে ফেলুন দুর্দান্ত ফিচারের এই বাইকটি।
Leave a Reply