September 26, 2023, 8:01 am
‘Barbie‘ সিনেমাটি কার্যত কাঁপাচ্ছে গোটা দুনিয়া। গোলপি রঙে ছেয়ে উঠেছে সকলে। তবে ভোজপুরি এক সিনেমা গোলাপি রঙে অনেক আগেই নিজেদের প্রমান করে দিয়েছিল। হ্যাঁ এমন এক সিনেমা যেখানে গোলাপি রং দেখানো হয়েছিল বাঁধন ছাড়া রোমান্সের জন্য। তাঁদের গানের সাথেই যে অনস্ক্রিন রোমান্স ছিল তার মতো সমসীমায় অন্য কোনো জুটি পৌঁছাতে পারেনি। রিল লাইফ রোমান্স যেনো তাদের দুজনের জন্যই সিনেমাতেও জীবন্ত হয়ে ওঠে। তবে এবার যে জুটি ভাইরাল হয়েছে তাঁদের রোমান্সের সাথেই যে নাচ তার জন্য দর্শকদের মন কেড়ে নিয়েছে। তাঁদের নাম জানতে আপনারা কতটা আগ্রহী তা আমরা জানি। তবে কিছু সময় ধৈর্য্য ধরুন। প্রতিবেদনের মধ্যে তাঁদের নাম জানানো হবে। সম্প্রতি সেই বিখ্যাত জুটির একটি গান ব্যাপক ভাইরাল হয়েছে। সেই বিশেষ সিনেমার গান সম্পর্কে আজ আপনাদের জানাবো।
#খসর #ব #দনশ #নয #হটসট #আমরপলক #কল #তল #উষণ #রমনস #পরদপ #পনডর #ভলও #দখবন #ন #বচচদর #সমন
Leave a Reply