সালটা ২০২৩। আর আজকের দিনে দাঁড়িয়ে বাংলা, হিন্দির পাশাপাশি ভোজপুরী (Bhojpuri) ইন্ডাস্ট্রিও ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিচ্ছে। নাচ, গান থেকে শুরু করে অভিনয়, কস্টিউম সব কিছুতেই এখন তারা তাক লাগাচ্ছেন অন্য ইন্ডাস্ট্রি গুলোকে। আর এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় তথা দর্শকের পছন্দের জুটি কারা তা নিশ্চই সকলের জানা? হ্যাঁ তারা হলেন দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবের (Amrapali Dubey) জুটি। সম্প্রতি ফের একবার তাদের দেখা গেল হট অবতারে। তাদের সেই রোম্যান্সে রীতিমতোন বুঁদ হয়েছেন ভক্তরা। ৪৪ বছর বয়সী নায়ক ও ৩৬ বছর বয়সী নায়িকা দুজনেই মেতেছেন রোম্যান্টিক খেলায়।
- Movie : Hum Hain Dulha Hindustani
- Cast : দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) ওরফে নিরাহুয়া ও আম্রপালি দুবে (Amrapali Dubey)
- Singer : অলক কুমার (Alok Kumar), প্রিয়াঙ্কা সিং (Priyanka Singh)
- Story : ভিডিওর শুরুতেই দীনেশ ও আম্রপালিকে একসঙ্গে গরুর দুধ দোয়াতে দেখা যাচ্ছে। এরপরই তাদের দেখা যায় রোম্যান্টিক মুডে নাচতে। ভিডিওতে আম্রপালিকে কখনও লেহেঙ্গা কখনও সালোয়ার সেটে দেখা যাচ্ছে। আর ওদিকে দীনেশের পরণে রয়েছে কোর্ট-প্যান্ট। ভিডিওতে দুজনের কেমিস্ট্রি ফের একবার নজর কেড়েছে নেটিজেনদের।
- Youtube Channel : Enterr 10 Rangeela নামের একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে।
- Views : ১ বছর আগের পুরোনো এই ভিডিও ২.৭ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। আর পছন্দ করেছেন ১৮ হাজার মানুষ।
সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল দীনেশ ও আম্রপালির এই ভিডিও।
Leave a Reply