মজার গাণিতিক ধাঁধাঁ, সমাধান করতে পারলে আপনি জিনিয়াস সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে প্রায়শই নানা ধাঁধাঁর খেলা দেখতে পাওয়া যায়। অনেকে এই ধাঁধাঁ খেলায় অংশ নেয়। কেও সমাধান করতে পারে, আবার কেউ সমাধান করতে গিয়ে হিম সিম খায়। বলে রাখি, গাণিতিক ধাঁধাঁ (Math Puzzle) এক ধরণের মজার ব্রেন টিজার। নিয়মিত ব্রেন টিজার সমাধান করার মধ্যে দিয়ে একদিকে যেমন IQ বাড়ে, তেমনই অন্যদিকে সমস্যা সমাধান করার ক্ষমতাও বেড়ে যায়।
ব্রেন টিজার (Brain Teaser) হল একধরনের পাজল। যা সমাধান করার জন্য গভীর চিন্তা ও মনোযোগের দরকার পড়ে। ধাঁধা সমাধানের মধ্যে দিয়ে আপনি আপনার আইকিউ টেস্ট করতে পারেন। অনেকেই আছে যারা কঠিন ধাঁধাঁ নেমেছি সমাধান করে দিতে পারে। আপনিও কি তাদের মধ্যে একজন? তাহলে আপনার জন্য রয়েছে একটি চ্যালেঞ্জ। নিম্নে দেওয়া গাণিতিক ধাঁধার সমাধান করে উত্তরটি আপনাকে কমেন্ট বক্সে বলতে হবে।
আপনার জন্য আজকের গাণিতিক ধাঁধাটি হলো 28-33÷3+6-10÷2=? এই ধাঁধাঁ সমাধান করে উত্তর বের করতে হবে। মনোযোগ সহকারে ধাঁধাঁটি দেখুন। দেখে কঠিন মনে হলেও, খুবই সহজ এটি। যদি এর উত্তর আপনি বের করতে পারেন, তাহলে আপনি সত্যিই বুদ্ধিমান। আপনার আইকিউ যথেষ্ট ভালো।
ইতিমধ্যে অনেকেই ধাঁধাটির সমাধান করে ফেলেছেন। যারা ধাঁটির সমাধান ইতি মধ্যে করে ফেলেছেন তাদের আইকিউ সত্যিই ভালো। যারা সমাধান করতে পারলেন না মন খারাপ করার কিছু নেই, পরেরটা নিশ্চয়ই ভালো হবে। এই ধাঁধাটির সমাধান নিচে করে দেয়া হলো। যারা উত্তরটি দিতে পারলেন না তারা দেখে নিন ধাঁধাটির উত্তর।
ধাঁধাটি হলো: 28-33÷3+6-10÷2=?
= 28-11+6-5
=(28+6)-(11+5)
=34-16
=18
Leave a Reply