দেশের প্রায় অধিকাংশ মানুষের কাছেই রয়েছে সাইকেল। স্কুল, কলেজ যাওয়া থেকে শুরু করে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে অনেকেই সাইকেল ব্যবহার করেন। আজ আমরা এই সাইকেলেরই দুটি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো। বাজারে সাধারণত দু’ধরনের সাইকেল দেখা যায়। একটা গিয়ারযুক্ত আরেকটি গিয়ারবিহীন। বাইসাইকেল কেনার আগে অবশ্যই ভালো করে জেনে নেওয়া দরকার কোন সাইকেলটি কেনা উপযুক্ত হবে আপনার জন্য।
মূলত চড়াই রাস্তায় ওঠার জন্য গিয়ারযুক্ত সাইকেল বেশি পরিমাণে ব্যবহৃত হয়। যাদের বয়স বেশি তারা এই সাইকেল ব্যবহার করে খুব সহজেই সামনে এগিয়ে যেতে পারেন। পরিবেশের পক্ষেও এই সাইকেল হানিকারক নয়। তবে কিন্তু এর শুধুই ভালো দিক নয়, রয়েছে খারাপ দিকও। এই সাইকেল ব্যবহারের সবথেকে বড় সমস্যা হলো সাইকেলের যত্ন নেওয়া।
এতে যেমন টাকার খরচ রয়েছে তেমনি রয়েছে সময়ের প্রয়োজন। শুধু তাই নয় বাচ্চাদের ক্ষেত্রে এই সাইকেল ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি এর দাম অনেকটাই বেশি। এই সাইকেলগুলোর দাম পড়ে ১০,০০০-৩০,০০০ টাকার মতোন। সেক্ষেত্রে গিয়ারবিহীন সাইকেলের দাম কিন্তু অনেকটাই কম। যেগুলোর দাম ৪,০০০-২০,০০০ টাকা।
আর এই সাইকেলের সুবিধা হলো এতে খুব বেশি যত্নের প্রয়োজন হয় না। খুব কম খরচেই এই সাইকেল বহুদিন ভালো রাখা যায়। শুধু তাই নয় বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই সাইকেল চালাতে পারেন। এক্ষেত্রে সমস্যা হলো বয়স্ক মানুষদের ক্ষেত্রে চড়াই রাস্তায় ওঠার জন্য অনেকটাই অসুবিধা হয়। এছাড়া অসমান রাস্তায় এই সাইকেল চালানো যায় না।
Leave a Reply