September 25, 2023, 4:24 pm
Ullu Web Series: তিন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত এক যুবক! টানটান উত্তেজনা নিয়ে উল্লুতে রিলিজ করলো নতুন ওয়েব সিরিজ ‛চুল’ (Chull)। ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। অশালীনতার সীমা কিভাবে ছাড়াতে হয় তা বোধহয় এই কয়েকবছরে OTT প্ল্যাটফর্ম বুঝিয়ে দিয়েছে। পাশাপাশি এই OTT প্ল্যাটফর্ম দর্শকদের কাছে খুলে দিয়েছে প্রোডাকশনের নতুন রাস্তা।
আর তাইতো ওটিটি প্ল্যাটফর্ম গুলিতে প্রায় প্রতিটি ঘরানার ওয়েব সিরিজ ঘরে বসে মানুষজন উপভোগ করতে পারেন। যার কারণে মানুষজন হলমুখী না হয়ে অধিক পরিমাণে মোবাইল মুখী হচ্ছেন। কিন্তু তারই মধ্যে কিছু কিছু ওয়েব সিরিজ আছে যা আপনি পরিবারের সাথে দেখতে পারবেন না। এমনকি এই ওয়েবসিরিজ আপনাকে দেখতে গেলে বাচ্চাদের দূরে রাখতে হবে।
বর্তমানে হিন্দির (Hindi) পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও ওয়েব সিরিজ (Web Series) তৈরি হচ্ছে। যারমধ্যে কিছু বাংলা ও ভোজপুরী ওয়েব সিরিজ নজর কেড়েছে সকলের। তবে, হিন্দি ওয়েব সিরিজের চাহিদা সর্বত্র। বিশেষ করে এখন এডাল্ট ওয়েব সিরিজের জনপ্রিয়তা সবজায়গায় বেশি। আর সেই কারণেই ‛উল্লু’, ‛এমএক্স প্লেয়ার অনলাইন’, ‛অলট বালাজি’, ‛কোকু’-র মতো ওটিটি প্লাটফর্ম রয়েছে।
তবে, সম্প্রতি ‛উল্লু’ ওয়েবসাইটের এই নতুন সিরিজ ‛চুল’-এর প্রেমে পড়েছেন নেটিজেনরা। ট্রেলারে দেখা যাচ্ছে যে, একজন যুবক প্রতিবেশী এক বৌদির বাড়িতে চায়ের পাতা নিতে আসেন। আর সেখানেই ওই বৌদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হন। তবে, বিষয়টি এখানেই শেষ নয় ওই ট্রেলারে যুবককে আরও একজন বৌদি ও একটি মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়। এভাবে ধীরে ধীরে কোনদিকে এগোবে গল্প। কিন্তু অবশেষে তা কোনদিকে মোর নেবে তা জানতে হলে আপনাকে অবশ্যই এই ‛Chull’ ওয়েবসিরিজটি দেখতে হবে।
এই ওয়েবসিরিজে অভিনয় করেছেন ঋতু পান্ডে (Ritu Pandey) , সন্দীপ নারং (Sandeep Narang), গুলাব সিং (Gulab Singh), পুনিত কৌর (Puneet Kaur), আল্পিতা বণিকা (Alpita Banika)। ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন না এই সিরিজটি। তবে, গোপনে আপনি এই ওয়েবসিরিজের মজা নিতেই পারেন।
#ঘনষঠ #দশয #ঠস #Ulluর #এই #ওযব #সরজ #ভলও #বচচদর #সমন #কলক #করবন #ন
Leave a Reply