September 26, 2023, 9:58 am
Rabbit অ্যাপের সিরিজ গুলি কার্যত সব দিক থেকে উষ্ণতায় মাখা থাকে। এখনো পর্যন্ত রিলিজ হওয়া দর্শকদের সবথেকে পছন্দের সিরিজ ‘Jalebi’, ‘Totka’, ‘Pathshaala’ মতো সিরিজ গুলি দর্শকদের ঘাম ঝরাতে বাধ্য করেছে। শুধু তাই নয় এখন অ্যাডাল্ট সিরিজে দর্শকদের হট ফেভারিট অভিনেত্রী থাকলে এমনিই হিট হবে তা বলার জায়গা রাখে না। এবার আবারো একবার সামনে আসলো নতুন একটি সিরিজের ট্রেলার। সিরিজটি যদিও রিলিজ হয়ে গেছে তবে সেই সিরিজের গল্প শোনাতেই হাজির হয়েছি আপনাদের জন্য।
Web Series: মটকানি কে মাটকে (Matkani Ke Matke 2)
লজ্জার সীমা ছাড়িয়ে মেয়ের বান্ধবীর সঙ্গে চরম ঘনিষ্ঠ এই ব্যক্তি, দরজা
Ullu web series : উল্লুর এটি সবচেয়ে ঘাম ঝরানো ওয়েব সিরিজ, বাচ্চারা দ
এই সিরিজে লজ্জার সমস্ত সীমা ছাড়িয়েছেন আয়েশা কাপুর, কানে হেডফোন গুঁজ
ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই পাঁচটি ওয়েব সিরিজ, ঘরের দরজা বন্ধ করে একা দেখু
লজ্জার সব সীমা অতিক্রম করেছে এই ওয়েব সিরিজ, বাচ্চারা দূরে থাকো এই ভিড
Ullu Web Series: মামীর আড়ালে বয়স্ক মামার সঙ্গে চরম ঘনিষ্ঠ ভাগ্নি, বা
লজ্জার সীমা ছাড়িয়ে ছাত্রের সঙ্গে চরম ঘনিষ্ঠ শিক্ষিকা, ভুল করেও পরিবা
আশ্রমের আড়ালে চরম কুকীর্তি বাবা নিরালার, সাহসীকতার সমস্ত সীমা ছাড়িয়
ছেলেকে ঠকিয়ে ছেলের প্রেমিকার সঙ্গে চরম ঘনিষ্ঠ বাবা, ভুলেও পরিবারের সা
ঘনিষ্ঠ দৃশ্যে ভরপুর এই ৫ টি ওয়েব সিরিজ, ভুলেও বাচ্চাদের সামনে দেখবেন
Streaming Platform: Rabbit অ্যাপ।
Cast: প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভারতী ঝাঁ (Bharti Jha), আয়ুষী আগারওয়াল (Ayushi Agarwal)
Story: গল্প পুরোটাই তৈরী ইরোটিক সিন নিয়ে। যেখানে মটকানি নামের একটি মহিলা গ্রামে নতুন বিয়ে করে এসেছে। তবে পাড়ার ছোট ছেলে থেকে বয়স্ক দাদু সকলেই তার বক্ষবিভাজিকার দিকে তাকিয়ে থাকে। তার লাস্যময়ী ফিগার পেতে চায়। তবে সে আগে থেকেই পুরুষ থেকে মহিলা সবার সাথেই শারীরিক সম্পর্ক তৈরী করতে পেরেছে। কিন্তু একসময় তার স্বামী সবটা জানতে পারে। কি হবে এবার? তা দেখবেন এই সিরিজের মধ্যে দিয়ে।
Release Date: ৩০ শে জুন ২০২৩ রিলিজ করেছিল দ্বিতীয় সিজন।
Language: হিন্দি ভাষায় দেখতে পারবেন ইরোটিক এই সিরিজ।
তবে অবশ্যই তার আগে Rabbit অ্যাপের সাবস্ক্রিপশন নিলে তবেই দেখতে পাবেন এই সিরিজ। তাই তাড়াতাড়ি অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে এই সিরিজ দেখে নিন।
#ঘনষঠ #দশয #ভরপর #এই #ওযব #সরজ #ভলও #পরবরর #সমন #কলক #করবন #ন
Leave a Reply