ভারত-সহ অন্যান্য দেশে ইতিমধ্যেই ইলেকট্রিক সাইকেলের প্রচলন শুরু হয়ে গিয়েছে। কর্মস্থলে যাতায়াতের জন্য বাইক, স্কুটারের পাশাপাশি এই ব্যাটারীচালিত সাইকেলগুলি ভীষণই পছন্দ করছেন সাধারণ মানুষ। আমাদের সামনে এরকম একাধিক সংস্থা উঠে এসেছে যারা দুর্দান্ত ফিচার্সযুক্ত ইলেকট্রিক সাইকেল লঞ্চ করেছে। আজ আমরা সেরকমই একটি সাইকেল সম্পর্কে আলোচনা করবো।
তবে সেটি অন্যদের থেকে অনেকটাই আলাদা। কারণ, সেখানে ভীষণই স্টাইলিশ লুক দেওয়া হয়েছে। EE 1.20 মডেল নম্বরযুক্ত এই সাইকেলটি লঞ্চ করেছে ‘Husqvarna’ নামক সংস্থা। এটি বড়োদের পাশাপাশি বাচ্চাদের জন্যেও ভীষণই আরামদায়ক একটি সাইকেল। জানা গিয়েছে, এই সাইকেলের সিটের উচ্চতা ৫৮.৪ সেন্টিমিটার এবং সেটি ৫২ কেজি ওজন পর্যন্ত ভার বহন করতে সক্ষম।
যদি আমরা ফিচার্স দেখি তাহলে এতে রয়েছে- ৩৬V৬AH ব্যাটারীপ্যাক, যেটি ৩ ঘন্টা সময় নেয় সম্পূর্ণ চার্জ হতে। এছাড়াও এতে যোগ করা হয়েছে ২০ ইঞ্চি ইনোভা নিউমেটিক টায়ার। সম্পূর্ণ চার্জ হলে এই সাইকেল ৩০ থেকে ৬০ মিনিট পর্যন্ত চলতে সক্ষম। অন্যদিকে আরও একটি দুর্দান্ত ফিচার হলো এই সাইকেলে একাধিক রাইডিং মোড রয়েছে। অর্থাৎ বিভিন্ন মোডে বিভিন্ন গতিতে সাইকেলটি চলবে। যেমন- ট্রেনিং মোডে ১৬ কিমি প্রতি ঘন্টা, স্ট্যান্ডার্ড মোডে ২৪ কিমি প্রতি ঘন্টা এবং অ্যাডভান্স মোডে সর্বোচ্চ গতি থাকবে ৩২ কিমি প্রতি ঘন্টা।
দাম: এখনো পর্যন্ত সংস্থার তরফ থেকে সাইকেলের দাম প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে চলতি মাসেই এই সাইকেলের দাম প্রকাশ করা হবে। আপাতত দাম জানার জন্য অপেক্ষা করতে হবে গ্রাহকদের।
Leave a Reply