September 25, 2023, 5:35 pm
অন্যতম জনপ্রিয় গাড়ি তৈরির সংস্থা মারুতি সুজুকি। জানা যাচ্ছে, এবার তারা তাদের নতুন মডেল Maruti Suzuki Dzire-এর উপর কাজ করছে। এই মডেলটির একটি নতুন ভার্সন বাজারে আসতে চলেছে। আর তাতে থাকতে পারে নতুন ফিচার্স, ডিজাইন ও স্পেসিফিকেশন। জানা যাচ্ছে, এই নতুন ভার্সনে পেট্রোল ও সিএনজি দু’টি ভ্যারিয়েন্টই উপলব্ধ থাকবে। মনে করা হচ্ছে নতুন মডেলটি আসতে পারে ১১৯৯ সিসি ইঞ্জিন ক্ষমতা নিয়ে।
পেট্রোল চালিত ভ্যারিয়েন্টটি প্রতি লিটার তেলে ২০ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এবং সিএনজি মডেলটি ২৬ কেজি প্রতি কিলোমিটারে মাইলেজ দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে। নতুন ভার্সনটি আপডেটেড ফিচার্স ও মডার্ন টেকনলোজিতে ভরপুর থাকতে পারে। তার মধ্যে থাকতে পারে পাওয়ার স্টিয়ারিং, এবিএস, এয়ার কন্ডিশনার, এয়ারব্যাগ এবং মাল্টি ফাংশন স্টিয়ারিং হুইল।
গাড়িটি শুধু দুর্দান্ত ড্রাইভিং অভিজ্ঞতা দেয় না বরং এটি নিরাপত্তার দিকটিও নিশ্চিত করে।
একাধিক ফিচার্স নিয়ে হাজির হতে চলেছে মারুতির নতুন মডেল। তাই এই মডেলের দাম অনুমান করা হচ্ছে ৬ লক্ষ টাকার আশেপাশে। যারা সামর্থ্যের মধ্যে দুর্দান্ত ফিচার্সের ও স্টাইলিশ গাড়ি কিনতে চান তাদের জন্য এটি হতে চলেছে আদর্শ একটি গাড়ি।
এর পাশাপাশি ড্রাইভিং অভিজ্ঞতা যেমন চমৎকার হতে চলেছে তেমনই গ্রাহক গাড়িটি কিনে একেবারেই যে হতাশ হবেন না তা নিশ্চিত করেছে এই সংস্থা। আগামী আপডেটের জন্য নজর রাখতে হবে গাড়িটির লঞ্চের দিকে।
#চমৎকর #মইলজ #বজর #ঝড় #তলত #আসছ #মরত #Dzireএর #সএনজ #ভরসন #Newshost24 #Safar
Leave a Reply