ভারতের বাজারে টাটা মোটরস্-এর জনপ্রিয়তা বহুকাল থেকেই। এই সংস্থার গাড়ির উপর মানুষের বিশ্বাস তার চাহিদা থেকেই স্পষ্ট হয়। তাই আজকের প্রতিবেদনে রইল টাটা মোটরস্-এর একটি গাড়ি সম্পর্কে আলোচনা। আর সেই গাড়িটি আগামী দিনে গাড়ির বাজারে আসতে চলেছে। আর সেটি হল টাটা কার্ভ এসইউভি কুপ। গাড়িটা বাজারে এলেও এর রয়েছে একাধিক প্রতিদ্বন্দ্বী। তাই নিজেকে তৈরি করে নিয়ে বাজারে নামতে চায় এই গাড়ি।
জানা যাচ্ছে, টাটা মোটরস্-এর নতুন গাড়িটি জিএন ২ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে এটি ২০২৪ সালে লঞ্চ হতে পারে বাজারে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই গাড়িটি৷ তাদের আলফা প্ল্যাটফর্মের একটি পরিবর্তিত সংস্করণ। এটি দু’টি ভ্যারিয়েন্টেই বাজারে আসতে পারে যেমন একটি আইসিই ও অপরটি বৈদ্যুতিক।
আইসিই সংস্করণে থাকতে পারে ১.২ লিটার ৩ সিলিন্ডার টার্বোচার্জড পেট্রোল ডাইরেক্ট ইনজেকশন ও ১.৫ এল টার্বো ডিজেল ইঞ্জিন। এর পাশাপাশি বৈদ্যুতিক ভ্যারিয়েন্টে থাকতে পারে ৪০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। কবে নাগাদ এটি বাজারে লঞ্চ হতে পারে তা আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও মনে করা হচ্ছে আগামী বছরের এপ্রিল মাসে লঞ্চ হতে পারে।
গাড়িটি হতে চলেছে ৫ সিটার। এটির দাম ১০.৫০ লক্ষ টাকা ধার্য হতে পারে। গাড়িটি প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে স্কোডা কুশাক, হুন্দাই ক্রেটা, সুজুকি জিমনি, কিয়া সেলটোস, মারুতি গ্র্যান্ড ভিটারা, ভক্সওয়াগেন তাইগুন, টয়োটা হাইরাইডার সহ একাধিক গাড়ির সঙ্গে।
Leave a Reply