খুব শীঘ্রই মাল্টিপারপাস ভেহিকেল হিসেবে ‘Rumion’ লঞ্চ করতে চলেছে ‘টয়োটা’। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই গাড়ির ফার্স্টলুক প্রকাশ্যে এসেছে। যেখান থেকে গাড়ি সংক্রান্ত একাধিক তথ্য উঠে এসেছে। এতে থাকবে ১.৫ লিটারের কে সিরিজ পেট্রোল ইঞ্জিন।
যেখানে সর্বোচ্চ ১০২ হর্সপাওয়ার শক্তি এবং ১৩৬ এনএম টর্ক উৎপন্ন হবে। এছাড়াও দেওয়া হবে ৫ স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স। অন্যদিকে এই গাড়ির সিএনজি ভ্যারিয়েন্ট রয়েছে। যেখানে ৮৭ হর্সপাওয়ার শক্তি এবং ১২১ এনএম টর্ক উৎপন্ন হবে। পেট্রোল ভ্যারিয়েন্টে মাইলেজ পাওয়া যাবে ২০.৫১ কিলোমিটার প্রতি লিটার।
অন্যদিকে সিএনজি’র মাইলেজ পাওয়া যাবে ২৬.১১ কিলোমিটার প্রতি কেজি। এছাড়া যদি অন্যান্য ফিচার দেখি তাহলে এতে থাকবে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, চারটি এয়ার ব্যাগ, অটোমেটিক হেডল্যাম্প, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস কানেকশন ইত্যাদি।
এই গাড়িটি মূলত পাঁচটি রঙে উপলব্ধ হবে বাজারে। যেগুলি হলো স্পাংকি ব্লু, ক্যাফে হোয়াইট, আইকনিক গ্রে, সিলভার, রাস্টিক ব্রাউন। আনুমানিক এর দাম শুরু হতে পারে ৮.৭৭ লক্ষ টাকা থাকে।
Leave a Reply