মোবাইল চার্জ দেওয়াকালীন মোবাইল ফোন ব্যবহারে ঘটল বিস্ফোরণ.. এমন খবর অনেকসময় বেরোতে দেখা যায়। আর এইসব খবর থেকে এমনটাই ধারণা তৈরি হয়েছে যে চার্জ দেওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে! কিন্তু বাস্তবটা কি? চার্জে সময় মোবাইল ফোনে চার্জ দিয়ে কথা বলা, ব্রাউজ করা কতটা নিরাপদ? আজকের প্রতিবেদনে থাকলেও এই নিয়েই বিস্তারিত আলোচনা।
বর্তমানে আমাদের প্রতিদিনের অন্যতম অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। মোবাইল ফোনকে কাছ ছাড়া করে কয়েক ঘণ্টা থাকা যেন প্রায় দুষ্কর হয়ে পড়েছে। আর এই কারণেই অনেক সময় ফোন চার্জে রেখেও ফোন চালাতে বাধ্য হয় ব্যবহারকারীরা। কিন্তু এটা করা কতটা ঠিক? আসলে চার্জ করার সময় ফোন ব্যবহারের বেশ কিছু অসুবিধা দেখা যায়।
দেখা যায় চার্জ করার সময় ফোন ব্যবহার করলে খুব ধীরগতিতে চার্জ হচ্ছে এর কারণ একদিকে আপনি ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ফোন ব্যবহার করছেন অন্যদিকে এটি কি আপনি চার্জ করার চেষ্টা করছেন। এরই পাশাপাশি চার্জ করার সময় ফোনে অত্যাধিক ব্যবহার লিথিয়াম আয়ন ব্যাটারি অন্যদের তুলনায় দ্রুত হ্রাস করতে পারে। কারণ ফোন ব্যবহার ও চার্জ উভয় ক্ষেত্রেই ব্যাটারি গরম হয়।
তাই একই সময়ে দুটি কাজ করলে ব্যাটারি গরম হতে থাকে এবং ফোনের ওপরেও চাপ পড়তে থাকে। তাই খুব প্রয়োজনে পড়লে ফোন চার্জে রেখে ফোন ব্যবহার করতে বাধ্য হলেও দীর্ঘদিন ধরে যদি এই একই কাজ করতে থাকেন তাহলে এটি ব্যাটারির কার্যক্ষমতার উপর খারাপ প্রভাব ফেলবে সাথে ফোন তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভবনা থাকবে। একটি স্মার্টফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এর ব্যাটারি তাই এর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যত্ন সহকারেই এর ব্যবহার করা উচিত।
Leave a Reply