September 26, 2023, 8:58 am
Optical Illusion: বর্তমান সময়ে 8 থেকে 80 সকলেই অবসর সময় কাটানোর জন্য বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়া। আসলে এই প্ল্যাটফর্ম আমাদের বিনোদন জোগাতে সাহায্য করে। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন এমন বেশ কিছু ছবি ভাইরাল হয় যা খুব সহজেই আমাদের দৃষ্টিভ্রম করতে পারে। এ ধরনের খেলা গুলিকে বলা হয় অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) কিংবা ব্রেন টিজার (Brain Teaser)। আসলে আমাদের আশেপাশে এমন বহু মানুষ রয়েছেন যারা এ ধরনের ধাঁধা সমাধান করতে পটু। আর তাদের কথা চিন্তা করেই নিত্যদিন সামাজিক মাধ্যমে ফুটে ওঠে এমন নানান ছবি।
Newshost24.com নিত্যদিন আপনাদের জন্য নিয়ে আসে নানান মজার মজার খেলা। আজকেও কিন্তু হলো না তার অন্যথা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকটি হট ডগ। খালি চোখে দেখলে এগুলিকে একরকম মনে হলেও ঈগলের মতন তীক্ষ্ণ দৃষ্টি থাকলে কিন্তু বোঝা যাবে ছবিতেই লুকিয়ে আছে একটি ব্যতিক্রমী হট ডগ।
Todays Optical Illusion:
আসলে এ ধরনের ধাঁধা সমাধানের রয়েছে নানান উপকারিতা। এগুলি একদিকে যেমন মস্তিষ্কের নানান জট খুলে দেয় ঠিক তেমনই উন্নত করে চিন্তা ভাবনাকে। যাইহোক এবার ধাঁধায় ফিরে আসা যাক, ব্যতিক্রমী সেই হট ডগ খুঁজে নিতে হবে মাত্র 10 সেকেন্ডে।
আপনাদের সময় শুরু হল এখন
10
9
8
6
5
3
1
উত্তর খুঁজে পাওয়া গেছে? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ছবিতে মাত্র 1 টি হট ডগ আলাদা।
সময় শুরু হল এখন
10
9
8
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ছবিটির দিকে ভালো করে তাকান। ডান দিক থেকে বাম দিকের 4 নম্বর স্তম্ভের মাঝামাঝি হট ডগটি আলাদা।
যারা উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন। তবে যারা দিতে পারেননি তারা কিন্তু আবার মন খারাপ করে বসে থাকবেন না। খুব শীঘ্রই এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।
#চখর #ধধ #এতগল #হট #ডগর #মধয #একট #আলদ #আপনর #দষটশকত #৫০৫০ #হল #খজ #পবন
Leave a Reply