September 25, 2023, 3:45 pm
Optical Illusion: ইংরেজিতে ভালোই জ্ঞান আছে নিশ্চয়ই! তবে তার সাথে দৃষ্টি শক্তি ভালো আছে তো? আপনাকে যদি বলি ইংরেজির কিছু অক্ষরের মধ্যে সামান্য ভুল হয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিকই ধরেছেন আজকেও আপনাদের জন্য একটি বিশেষ ধরণের ধাঁধা (Optical Illusion) খেলা নিয়ে হাজির হয়েছি। বিশেষ বললে হয়তো ভুল হবে তাই খুব মজার ও বুদ্ধির এই ধাঁধার প্রশ্ন আপনাদের সাথে ভাগ করে নেবো।
ফটোতে দেখুন দেখা যাচ্ছে বেশ অসংখ্য কয়েকটি ‘P’ লেখা আছে। ফটো জুড়ে শুধুই ‘P’ দেখে নিশ্চয়ই ঘাবড়ে গেলেন। বুঝতে পারছেন প্রশ্ন কি? এর মধ্যে লুকিয়ে আছে ‘F’ অক্ষরটি। সেই ‘F’ সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্ব আপনার। এই ধরণের খেলা খেললেই আপনি নিজেকে মেপে নিতে পারবেন বুদ্ধি ও দৃষ্টির জোরে। উত্তর খুঁজে বের করার জন্য ১২ সেকেন্ড সময় থাকবে।
তাহলে এখন থেকে আপনার সেই ১২ সেকেন্ড সময় শুরু হচ্ছে।
ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে।
খুব চটপট করুন।
৫…৪…৩…২…১
আপনার সময় শেষ হয়ে গেল। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ২৪ টি স্তম্ভ ও ১৪ টি সারি বর্তমান। সেখানেই ৯ নম্বর স্তম্ভের ১৪ নম্বর সারিটি ভালো করে লক্ষ্য করুন। ইংরেজি ‘P’ শব্দের বদলে ‘F’ হয়ে গেছে। বিশেষ চিহ্ন করে উত্তরটি বোঝানো হয়েছে। আশা করি যাদের উত্তর ঠিক হয়েছে তারা নিয়মিত এই ধরণের খেলা খেলবেন।
#চখর #ধধ #ছবত #অনকগল #Pএর #ভড #লকয #রযছ #একট #১২ #সকনড #খজ #পলই #আপন #জনযস
Leave a Reply