September 25, 2023, 4:27 pm
ইংরেজির ধাঁধা নিশ্চয়ই আপনার ভালোলাগে। এখন যদিও প্রতিটি মানুষই কমবেশি ইংরেজির জ্ঞান রাখেন। নিত্য দিনের সাথে চলতে গেলে এই ভাষা অবশ্যই দরকার হয়। কিন্তু তাঁর সাথেই দরকার উপস্থিত বুদ্ধি ও ভালো মানের দৃষ্টি শক্তির। আজকের কিন্তু বিশেষ ধাঁধা কিছুটা আপনার ইংরেজি ও বুদ্ধির উপর নির্ভর করেই তৈরী। আপনাকে যদি বলি ইংরেজির কিছু অক্ষরের মধ্যে সামান্য ভুল হয়েছে। যা আপনাকে খুঁজে বের করতে হবে। প্রশ্নটি তাহলে দেখে নিন।
ফটোতে দেখুন দেখা যাচ্ছে শুধুই ‘T’ লেখা আছে। ফটো জুড়ে এত ‘T’ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রশ্ন কি, এর মধ্যে লুকিয়ে আছে অন্য একটি অক্ষর। জানেন অন্য অক্ষরটি কি? ফটোতে ভুল করে একটি ‘F’ লেখা হয়েছে। হ্যাঁ এই ভুল অক্ষরটি খুঁজে বের করতে হবে আপনাকে। এই ধরণের খেলা খেললেই আপনি নিজের বুদ্ধি মেপে নিতে পারবেন।
বুদ্ধি ও দৃষ্টির জোরে কি পারবেন সফল হতে? উত্তর খুঁজে বের করার জন্য ১৫ সেকেন্ড সময় থাকবে। তাহলে এখন থেকে আপনার নির্দিষ্ট সময় শুরু হচ্ছে।ঘড়ি কিন্তু ছুটতে শুরু করেছে। তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করুন। না পারলেও ক্ষতি নেই আমরা উত্তর দিয়ে দেবো।
সময় প্রায় শেষ।
৩…২…১…
আপনার সময় শেষ হয়ে গেল। আপনার খুঁজে পাওয়া উত্তরের সাথে এবার আমাদের উত্তর মিলিয়ে দেখুন। ফটোতে ২৪ টি স্তম্ভ ও ১৪ টি সারি আছে। সেখানেই ২২ নম্বর স্তম্ভের ১৩ নম্বর সারিটি লক্ষ্য করুন। ইংরেজি ‘T’ শব্দের বদলে ‘F’ হয়ে গেছে। ফটোতে বোঝার সুবিধার জন্য এই বিশেষ চিহ্ন করে দেওয়া হলো। আসাকরি যাদের উত্তর ঠিক হয়েছে তারা নিয়মিত এই ধরণের খেলা খেলবেন।
#চখর #ধধ #ছবত #অনকগল #Tএর #ভড #লকয #আছ #একট #১৫ #সকনড #খজ #পলই #আপন #চযমপযন
Leave a Reply