September 26, 2023, 8:46 am
চোখের ধাঁধা : সময় যত এগোচ্ছে ততই জনপ্রিয়তা বাড়ছে অপটিক্যাল ইলিউশান (Optical Illusion) বা ব্রেন টিজার (Brain Teaser) এর মতো খেলা গুলির। আসলে এই ধাঁধা গুলি খুব সহজেই কাটিয়ে দেয় অবসর সময়। আবার এমন ধাঁধা সমাধানের ফলে বাড়ে মস্তিষ্কের কার্যক্ষমতা। তীক্ষ্ণ হয় দৃষ্টি শক্তি। এছাড়াও এই খেলা সমাধানের মাধ্যমে ছোটবেলায় ফিরে যেতে পারেন। তাই সকলের কাছে ভীষণ প্রিয় ধাঁধার সমাধান।
Newshost24 নিয়ম করে প্রত্যেক দিন আপনাদের জন্য নিয়ে আসে নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজারের খেলা (Brain Teaser)। আজও সময়মতো চলে এসেছি আমরা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেটি খালি চোখে দেখলে মনে হবে সেখানে লেখা আছে ‘E‘। তবে যদি আপনার ঈগলের মতো দৃষ্টি শক্তি হয় তাহলে ব্যতিক্রমী একটি লেখা খুঁজে পাওয়া যাবে। ছবিতে লুকিয়ে থাকা ‘C‘ খুঁজে নেওয়ার জন্য আপনাদের সময় দেওয়া হলো মাত্র 10 সেকেন্ড।
Matchstick Puzzle: 9-9=19, দু’টি কাঠি যোগ করলেই মিলে যাবে অঙ্ক,
বুদ্ধির খেলা: ছবি দেখে বলুন তো উত্তর কত হবে, সমাধান করতে বুদ্ধিমানরাও
Matchstick Puzzle: 8+5=9, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, এটার সমাধান
Solve The Math: 3:243::5:?, বলুন তো এই অঙ্কটির উত্তর কত হবে, সমাধান ক
Interview Question : ছেলেদের শরীরের কোন অংশটি রাতের বেলায় বেড়ে যায়?
চোখের ধাঁধা: এই ছবিতে রয়েছে একটি বড়সড় ভুল, ৩০ সেকেন্ডে খুঁজে পেলেই
Spot The Difference : পাশাপাশি দুটি ছবির মধ্যে রয়েছে ৩টি পার্থক্য! ১৫
বুদ্ধির খেলা: 6×6=0, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, সঠিক সমাধান
বুদ্ধির খেলা : ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি সবজির নাম, ১৫ সেকে
ছবির ধাঁধা : অনেকগুলি ’15’-এর ভিড়ে লুকিয়ে আছে একটি ̵
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
উত্তর খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয় সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ছবিতে কেবলমাত্র একটিবার E এর জায়গায় লেখা হয়েছে C।
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
খুব ভালো করে তাকিয়ে দেখুন ছবিটির দিকে। দেখুন ডান দিক থেকে বাম দিকের 3 নম্বর স্তম্ভের একেবারে উপরের দিকে লেখা রয়েছে C। যারা উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন তবে যারা পারেননি তারা অপেক্ষা করুন আগামীতে এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।
#চখর #ধধ #ছবত #অনকগল #এর #ভড #লকয #আছ #একট #১০ #সকনড #খজ #পলই #আপন #জনযস
Leave a Reply