September 27, 2023, 4:17 am
বর্তমান সময়ে দাঁড়িয়ে বাচ্চা থেকে বুড়ো প্রতিটি মানুষই সকাল থেকে সন্ধ্যে সোশ্যাল মিডিয়ায় সঙ্গে যুক্ত। আর এই সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতেই অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারের (Twitter) হাত ধরে এসব ধরণের ধাঁধা সামনে এসে। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়।
এই মুহূর্তে ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা। যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে। তবে, আজকের এই ব্রেন টিজারটির (Brain Teaser) মধ্যে অনেকগুলি জুতোর ছবি আছে। কিন্তু তার মধ্যে একটি জুতো দেখতে খানিকটা আলাদা। আর সেই জুতোটাকেই আপনাকে খুঁজে বের করতে হবে। তাও আবার ১৮ সেকেন্ডের মধ্যে।
আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস বলা চলে। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর এক্ষেত্রে সকলের মনে প্রথমেই যে প্রশ্নটি আসতে পারে সেটি হল আলাদা জুতো বিষয়টি কি? সেক্ষেত্রে আপনাদের বলে রাখি যে, আপনারা যদি খুব মন দিয়ে লক্ষ করেন তাহলে এতগুলো জুতোর মাঝে একটি জুতোতে কিছু না কিছু খুঁত দেখতে পাবেন।
তবে, এই সমস্যার সমাধান যদি নিজেই করতে পারেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ দক্ষতার ক্ষমতাকে উন্নত করতে পারবেন। অনেকেই আছেন যারা কিনা নেশার বসে পরে হোক বা অবসর সময় কাটাতে কিছু না কিছুর উপর নির্ভরশীল। আর সেই হিসেবেই মানুষ বেছে নেয় মজার কিছু খেলা। তবে, আজ আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী। চলুন তবে এবার উত্তরটি জেনে নেওয়া যাক।
এই ব্রেন টিজারটিকে খুব মনোযোগ সহকারে দেখলে আপনি দেখতে পাবেন যে, ছবিটির ৫ নং সারির ৩ নং স্তম্ভে যে জুতোটি আছে সেটি বাকি জুতোগুলির চেয়ে খানিকটা আলাদা। প্রতিটি জুতোর চারপাশে দেওয়া বডার নীল রঙের হলেও এই জুতোতে দেওয়া বডার হলুদ রঙের।এবার নিজেই দেখেই মিলিয়ে নিন।
#চখর #ধধ #ছবত #এতগল #একই #রকম #জতর #মধয #রযছ #একট #আলদ #১৮ #সকনড #খজ #পলই #আপন #জনযস
Leave a Reply