September 26, 2023, 8:24 am
Optical Illusion: আমাদের চারিপাশে এমন অনেক ছবি রয়েছে যেগুলি খুব সহজেই দৃষ্টিভ্রম করতে পারে আমাদের। এগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion)। এ ধরনের ছবিগুলি এমনভাবে সাজানো হয় যেখানে দৃষ্টিভঙ্গির পার্থক্য তৈরি হলে আমল বদলে যেতে পারে গোটা দৃশ্যটাই। বর্তমানে সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসে এমন নানান ছবি যা খুব সহজেই দৃষ্টিভ্রম করে আমাদের। এ ধরনের ধাঁধা অনেকেই এড়িয়ে যান তবে এমন বেশ কিছু মানুষ আছেন যারা ধাঁধা সমাধান করতে ভালোবাসেন।
Newshost24.com মাঝেমধ্যেই নানান ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজার (Brain Teaser) খেলা নিয়ে হাজির হয় আপনাদের সামনে। এবারেও হলো না তার অন্যথা। তবে অন্যান্য দিনের চাইতে আজকের খেলাটা একটু আলাদা। আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হল সেখানে কোনো অক্ষর কিংবা নম্বর খুঁজে নিতে হবে না আপনাদের বরং দুটি একই রকম ছবি থেকে খুঁজে বের করতে হবে পার্থক্যগুলি।
Spot The Difference:
আজকের প্রতিবেদনে যে দুটি ছবি তুলে ধরা হয়েছে সেগুলি খালি চোখে প্রথমে একই রকম দেখতে মনে হলেও ছবি দুটির মধ্যে কিন্তু রয়েছে বিস্তর ফারাক। এর উত্তর খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার থাকতে হবে ঈগলের মতন তীক্ষ্ণ দৃষ্টি। সময় মাত্র 9 সেকেন্ড।
সময় শুরু হল এখন
9
8
7
6
5
4
3
2
1
উত্তর খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই দুটি ছবির মধ্যে রয়েছে 3 টি পার্থক্য।
সময় শেষ এবার উত্তর দেখে নেওয়ার পালা।
ভালো করে তাকিয়ে দেখুন ছবি দুটোর দিকে তাহলেই খুব সহজেই পেয়ে যাবেন উত্তর। দুটি ছবি অনেকটা একরকম দেখতে হলেও রয়েছে কয়েকটি পার্থক্য। প্রথম পার্থক্যটি রয়েছে কেটলিতে, দ্বিতীয় পার্থক্য টেন্টে এবং তৃতীয় পার্থক্য রয়েছে গাছের গুঁড়িতে।
যারা উত্তর দিতে পেরেছেন তাদের অভিনন্দন। তবে যারা উত্তর দিতে পারেননি তারা আবার মুখ ভার করে বসে থাকবেন না যেন। আগামীতে এমন অনেক খেলা নিয়ে আবার হাজির হব আমরা।
#চখর #ধধ #পশপশ #এই #দট #ছবর #মধয #আছ #৩ #ট #পরথকয #কবল #তকষণ #দষটশকত #বযকতরই #খজ #পবন
Leave a Reply