এবার লঞ্চ হতে চলেছে OnePlus-এর স্মার্টফোন। আর তাতে থাকতে চলেছে অত্যাধুনিক সমস্ত ফিচার্স যা চমকে দেবে গ্রাহককে। জানা যাচ্ছে, এটি অক্টোবর মাসে লঞ্চ হতে পারে। এতে থাকছে একাধিক নতুন সুবিধা যার ফলে স্মার্টফোনটি হয়ে উঠতে চলেছে আরও আকর্ষণীয়। আর এই স্মার্টফোনটি হল OnePlus এর নাম্বার সিরিজে নতুন স্মার্টফোন OnePlus 12। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন স্মার্টফোনটি স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছে।
জানা যাচ্ছে, এই স্মার্টফোনটি হতে চলেছে একটি শক্তিশালী ও আরও অগ্রগামী। তবে এবার জেনে নেওয়া যাক কি কি থাকতে চলেছে এই স্মার্টফোনে। জানা যাচ্ছে, এতে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট। এই ফোনে ২কে রেজোল্যুশন যুক্ত ডিসপ্লে, হাই ফ্রিকোয়েন্সি ডিমিং সাপোর্ট, কার্ভ এজ পাওয়া যাবে। গ্রাফিক্সের জন্য এতে দেওয়া হতে পারে অ্যাড্রিনো জিপিইউ।
স্টোরেজের কথা বলতে গেলে এতে থাকবে ১৬ জিবি ও ২৪ জিবি র্যাম পাওয়া যাবে। এছাড়া এই ফোনে ১টিবি পর্যন্ত ইন্টারনাল মেমোরি থাকতে পারে এতে। ক্যামেরার কথায় আসলে এতে থাকবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা লেন্স থাকবে বলে জানা গিয়েছে।
এছাড়া ওয়ানপ্লাস-এর এই স্মার্টফোনে থাকবে ৫,৪০০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট ৫০ ওয়াট ওয়্যাললেস চার্জিং সাপোর্ট। যার ফলে মোবাইলটি দ্রুত চার্জ হবে যার ফলে ব্যবহারকারীর সুবিধা হবে। এর পাশাপাশি আরও একাধিক ফিচার্স নিয়ে হাজির হবে স্মার্টফোনটি।
Leave a Reply