সময়ের সাথে সাথে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি একাধিক স্মার্টফোন এনে চমকে দিচ্ছে গ্রাহকদের। যে তালিকায় রয়েছে ‘ওয়ানপ্লাস’, ‘স্যামসাং’ থেকে শুরু করে ‘রিয়েলমি’ ইত্যাদি। সেরকমই একটি জনপ্রিয় সংস্থা হলো ‘ভিভো’।
আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে ‘ভিভো’র নতুন ফাইভ-জি স্মার্টফোন ‘Vivo V29’। সম্প্রতি এই স্মার্টফোনটিকে ‘গুগল প্লে কনসোল’এ দেখা গিয়েছে। যেখান থেকে বেশ কিছু ফিচার্স প্রকাশ্যে এসেছে। আজ আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
এতে থাকতে পারে ৬.৭৮-ইঞ্চির এইচডি AMOLED ডিসপ্লে। যা ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। প্রসেসর হিসেবে দেখা যেতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর। ফোনটি চালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অপারেটিং সিস্টেম দ্বারা। যার সাথে থাকবে ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিন। ফোনটিতে থাকবে ৮ জিবি/১২ জিবি র্যাম ও ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ।
ক্যামেরা দেখতে গেলে এই ফোনের পেছনে থাকবে ৬৪ মেগাপিক্সেলের মুখ্য সেন্সরযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সামনে থাকবে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। একইসাথে পাওয়ার ব্যাকআপ দেখতে গেলে এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং-সহ ৪৫০৫ mAh ব্যাটারী দেওয়া হবে। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে থাকবে ব্লুটুথ কানেকশন, ওয়াইফাই কানেকশন ইত্যাদি।
Leave a Reply