September 26, 2023, 10:25 am
Optical Illusion: অফিস থেকে যখন ট্রেন কিংবা বাসে বাড়ি ফেরেন তখন কি করেন? নিশ্চয়ই নিজের স্মার্ট ফোনটিতে সারাদিনের পরে ভালো করে চোখ বুলিয়ে দেখেন। সাথেই চেষ্টা করেন নিজের পছন্দের খেলার। আজকেও ঠিক তেমনই চেষ্টা করবেন নাকি কয়েক সেকেন্ডের মধ্যে ধাঁধার (Optical Illusion) প্রশ্নের উত্তর দিতে? আপনার দৃষ্টি শক্তি যদি খুব ভালো হয় তাহলে তো আর কথাই নেই। আসলে এই প্রশ্নে কোনো অংক নেই। বরং আপনাকে ভুল খুঁজে বের করতে হবে। তাহলে অনায়েসেই এই প্রশ্নটির উত্তর কিছু সেকেন্ডের মধ্যেই সমাধান খুঁজে বের করে দেবেন।
দেখুন ফটোতে ইংরেজিতে প্রচুর 6 লেখা আছে। তবে তার মধ্যেই লেখা আছে একটি 9। যদিও 6 বা 9 সবটা উল্টানোর খেলা মাত্র। তবুও ফটোতে ভুল করে 9 হয়ে গেছে একটি 6 এর জায়গায়। চিন্তা নেই ১২ সেকেন্ড সময় পাবেন। তার মধ্যেই উত্তর দিতে হবে আপনাকে। ইতি মধ্যেই কিন্তু আপনার সময় এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। ৯৫ % মানুষ এখনও পর্যন্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি।
সময় শেষের পথে।
৩…২…১…
সময় শেষ হলো আপনার। যারা উত্তর খুঁজে পেয়েছেন আমাদের প্রতিবেদনের মাধ্যমে মিলিয়ে দেখুন। ফটোতে একটু ডানদিকে লক্ষ্য করুন। একটা 6 সংখ্যার বদলে 9 সংখ্যা দেখতে পাবেন। বোঝার সুবিধার জন্য মার্ক (Mark) করেও দেখিয়ে দেওয়া হলো। বুদ্ধি ও তীক্ষ্ণ দৃষ্টি শক্তি প্রয়োগ করলেই সহজে উত্তর দিতে পারবেন এই প্রশ্নের। যারা পারলেন না আশা করা যায় তারা পরের বার অবশ্যই পারবেন।
#চখর #পরকষ #আপনর #দষটশকত #১০০১০০ #হল #এর #ভড #খজ #দখন #রইল #১২ #সকনড #সময
Leave a Reply