September 27, 2023, 5:36 am
Optical Illusion: আমাদের চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন বেশ কিছু ছবি যা খুব সহজেই দৃষ্টিভ্রম করতে পারে। এ ধরনের ছবিগুলিকে বলা হয় অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) বা ব্রেন টিজার (Brain Teaser)। সাধারণত এই ছবি গুলি এমন ভাবে তৈরি করা হয় যাতে সাধারণের দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। সোশ্যাল মিডিয়ার দৌলতে নিত্যদিন প্রকাশ্যে আসে এমন নানান ছবি। এ ধরনের খেলা কিংবা ধাঁধা সমাধান করতে ভালোবাসেন অনেকেই। আবার অনেকেই এগুলিকে এড়িয়ে যান।
Today’s Optical Illusion
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু হলুদ রঙের বল। তবে এই একগুচ্ছ বলের মধ্যেই লুকিয়ে আছে একটু অন্যরকম দেখতে একটি বল। যদি আপনার ঈগলের মতন তীক্ষ্ণ দৃষ্টি থাকে তবে কিন্তু খুঁজে পাবেন উত্তর। আসলে এই ছবি দেখে বলতে হবে এখানে কোন বলটি আলাদা। সময় কিন্তু মাত্র 10 সেকেন্ড।
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
উত্তরটা কি খুঁজে পাওয়া গেল? আচ্ছা দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই ছবিতে যে কয়েকটা বল রয়েছে সেগুলির রং হলুদ হলেও গায়ে দেখা যাচ্ছে একটু ডীপ সবুজ রঙের ডট। কিন্তু যে বলটি আলাদা সেটার রঙ একটু বেশি উজ্জ্বল।
সময় শুরু হল এখন
10
9
8
7
6
5
4
3
2
1
সময় শেষ। এবার উত্তর দেখে নেওয়ার পালা।
আজকের প্রতিবেদনে যে ছবিটি তুলে ধরা হয়েছে সেখানে খোলা চোখে সব বল গুলি দেখতে একরকম লাগলেও কেবলমাত্র একটি বল একটু অন্যরকম। এবার খুব ভালো করে ছবিটার দিকে লক্ষ্য করুন দেখুন ডান দিক থেকে বাঁ দিকের তিন নম্বর স্তম্ভের একেবারে মাঝখানের বলটি একটু বেশি উজ্জ্বল।
যারা যারা উত্তর খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। তবে যারা উত্তর দিতে পারেননি তাদের মন খারাপ করার কিছু নেই। আগামীতে আরো এমন অনেক খেলা নিয়ে হাজির হবো আমরা।
#চখর #পরকষ #আপনর #দষটশকত #৫০৫০ #হল #আলদ #রকম #বলট #খজ #দখন #রইল #১০ #সকনড #সময
Leave a Reply