September 21, 2023, 10:18 am
বর্তমানে অপটিকাল ইলিউশনের (Optical illusion) বিভিন্ন খেলা সোশাল মিডিয়া কাঁপাচ্ছে। সংখ্যা থেকে ছবি, অক্ষর, শব্দ মন্ডলী সব কিছু নিয়েই নানা রকমের দৃষ্টিভ্রম দেখা যায়। বর্তমানে অপটিক্যাল বিভ্রমগুলি অবসর থেকে কাজের মুহুর্ত সর্বদা জায়গা করে নিয়েছে। বরং এর মাধ্যমে মন ও মস্তিষ্ক এই দুইয়েরই ক্ষমতা বুঝতে পারা যায়। আমাদের চারপাশে অপটিক্যাল ইলিউশনের অনেক ছবি রয়েছে৷ তবে আজ হাজির অনেকগুলি ‘2‘ মধ্যে থেকে ‘4‘ সংখ্যাটিকে খুঁজে বের করার একটি সাধারণ খেলা নিয়ে।
এক ঝলক দেখলে কিছুই বুঝতে পারবেন না যে এই ফটোর মধ্যে 4 লুকিয়ে আছে। কিন্তু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই অপটিক্যাল বিভ্রম আপনার বুদ্ধিমত্তা পরীক্ষা করতে সাহায্য করতে পারে। আপনি যত তাড়াতাড়ি এই 4 সংখ্যাটি খুঁজে পাবেন আপনার আইকিউ লেভেল তত বেশি, এমনটাই মানা হবে। সঠিক উত্তর খুঁজে বের করার জন্য ২০ সেকেন্ড সময় দেওয়া হবে।
অনেকেই আছেন যারা অবিলম্বে খুঁজে পেয়ে যান এই ধাঁধার উত্তর। আবার অনেকে আছেন যাঁরা দীর্ঘ সময় ধরে লড়াই করার পরেও সঠিক উত্তরটি আর কিছুতেই খুঁজে পান না। আপনার সময় কিন্তু শুরু হয়েছে তা জানিয়ে দেওয়া হলো। সুতরাং একটু তাড়াতাড়ি করতে হবে সঠিক উত্তরের জন্য।
সময় গড়িয়ে চলেছে।
প্রায় শেষের পথে নত্র কয়েক সেকেন্ড বাকি।
৩…২…১…
সময় শেষ। এবার আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনার খুঁজে পাওয়া উত্তরে চোখ বুলিয়ে নিন। ২৬ টি স্তম্ভ ও ১৫ টি সারি আছে। সেখানেই ২৪ নম্বর স্তম্ভের ৩ নম্বর সারিটি লক্ষ্য করুন। ‘2‘ শব্দের বদলে সেখানে হয়ে গেছে ‘4‘। নির্দিষ্ট চিহ্ন করে দেওয়া হয়েছে। যারা উত্তর দিতে পারলেন না তাঁদের মন খারাপ করতে হবে না। আমাদের আগের প্রতিবেদনের যে ধাঁধা গুলি আছে সেগুলি চেষ্টা করে দেখতে পারেন।
#চখর #পরকষ #ছবত #অনকগল #2এর #ভড #লকয #আছ #একট #২০ #সকনড #খজ #পলই #আপন #জনযস
Leave a Reply