September 21, 2023, 9:17 am
সোশ্যাল মিডিয়া (Social Media) এখন হয়ে উঠেছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। যে কোনো বিষয় সম্পর্কে খুব সহজেই আপনি জেনে নিতে পারবেন। ঠিক তেমনই নম্বর সিরিজের দুর্দান্ত মজার ধাঁধা নিয়ে হাজির হয়েছি আজ। যে কারণে আপনাকে কার্যত ঈগলের চোখের মতো উত্তর খুঁজে বের করতে হবে। তবে কি কত তাড়াতাড়ি আপনি উত্তর দিতে পারেন সেটাই দেখার। রবিবারের আলসেমি দিনে এই খেলার মাধ্যমে কিছুটা সময় কাটানোই যেতে পারে।
সম্প্রতি একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে যেখানে বহুবার লেখা আছে ‘S‘ অক্ষরটি। তবে তার মধ্যেই ভুল করে অন্য একটি সংখ্যা ঢুকে গেছে। সেই সংখ্যাটি খুঁজে বের করার দায়িত্ব আজ আপনার। কি পারবেন তো খুঁজে বের করতে? কোন সংখ্যাটি বের করতে হবে নিশ্চয়ই জানতে চাইছেন? ফটোর থেকে ‘5‘ সংখ্যাটি খুঁজে বের করতে হবে। তবে মাত্র ১৫ সেকেন্ড সময় থাকবে আপনার কাছে।
এই ১৫ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে হবে আপনাকে। বুদ্ধির এই খেলায় মাত্র কিছু মানুষ এখনও সফলতা ছিনিয়ে নিতে পেরেছেন। তাঁদের যে দৃষ্টি ঈগলের মতো তা বলতে দ্বিধা নেই। কিন্তু আপনিও কি পারবেন নাকি বাকিদের মতো হতাশা জনক উত্তর দেবেন।
সময় চলছে আপনার অনেক্ষন।
ধীরে ধীরে কিন্তু সময় শেষ হয়ে আসছে।
কি উত্তর খুঁজে পেয়েছেন?
৫
৪
৩
২
১
সময় শেষ হলো। এবার আমাদের উত্তরের সাথে মিলিয়ে দেখুন। ফটোতে মোট ২২ টি স্তম্ভ ও ১৫ টি সারি বর্তমান। তার মধ্যেই ১৯ নম্বর স্তম্ভের, ১২ নম্বর সারির সংখ্যাটি লক্ষ্য করুন। সেখানে ‘S‘ অক্ষরের বদলে লেখা আছে ‘5‘। আপনার উত্তর কি আমাদের প্রতিবেদনের সাথে মিলে গেছে? যদি তাই হয় তাহলে অবশ্যই আপনি একজন জিনিয়াস। আপনার বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট চিহ্ন করেও দেখানো হয়েছে। আপনার খেলা হয়ে গেলে পরিবার কিংবা বন্ধুদের সাথে প্রশ্নটি ভাগ করে তাদের বুদ্ধির পরীক্ষা নিতে ভুলবেন না।
#চখর #পরকষ #ছবত #অনকগল #Sএর #ভড #লকয #আছ #একট #১৫ #সকনড #খজ #পলই #আপন #জনযস
Leave a Reply