September 21, 2023, 9:10 am
Optical Illusion: প্রায় প্রতিদিনই নেটমাধ্যমে কোনো না কোনো কিছু ভাইরাল হয়। আর যা রীতিমতো হইচই ফেলে দেয় চারিদিকে। তেমনই আবারও একটি বিষয় ভাইরাল হয়েছে। আজকালকার দিনে মানুষের জীবনে সোশ্যাল মিডিয়ায় (Social Media) অবদান বেশ অনেকখানি। আর এই মাধ্যম ধরেই বাইরের জগতের ভালো-মন্দ, জানা-অজানা সবকিছুই আমাদের হাতের মুঠোয় নিমেষেই ধরা দেয়।
বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা অনেক ছবি ধাঁধা চ্যালেঞ্জ দেখতে পাই। বিশেষ করে ফেসবুক (Facebook) ও টুইটারে (Twitter) আমরা এসব ধরণের ধাঁধা দেখে থাকি। আর এইসব ধাঁধার ছবি গুলোকে দেখার সময় অনেক মন দিয়ে দেখতে হয়। কেননা এতে বেশি করে মনোযোগের প্রয়োজন হয়। ব্রেইন টিজারের (Brain Teaser) একটি জনপ্রিয় ধরন হল ছবির ধাঁধা।
আর যা একটি রহস্য সমাধানের সাথে জড়িত। এই ধাঁধাগুলি বিভিন্ন আকারে আসতে পারে। তবে, আজকের এই ব্রেন টিজারটির (Brain Teaser) মধ্যে দুটি ছবি দেখা যাচ্ছে। আর এই ছবি দুটি প্রায় একই রকমের। কিন্তু তারপরেও এই ছবি দুটির মধ্যে কিছু বিষয় আলাদা আছে। বলতে গেলে এই দুটি ছবির মধ্যে ৪ টি বিষয়ের পার্থক্য আছে। আর সেটাই আপনাদের আন্দাজ করতে হবে। তাও আবার ১১ সেকেন্ডের মধ্যে। আপনি যদি ইতিমধ্যেই বুঝতে পেরে থাকেন আপনি একজন বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী।
দুটি ছবি মিলিয়ে যারা এই ছবিটির মধ্যেকার পার্থক্য বলতে পারবেন তারা যে সত্যিই জিনিয়াস তা নিঃসন্দেহেই বলা যায়। অনেকেই আছেন যারা অনেকক্ষন ছবিটির দিকে তাকিয়ে থাকার পরেও ছবিটির বিষয়ে অনেক কিছুই বলতে পারেনি। সেক্ষেত্রে চিন্তা করার কিছুই নেই। আমরা আপনাকে বুঝিয়ে দেব বিষয়টি। চলুন তবে দেখে নেওয়া যাক ৪ টি পার্থক্য।
১.প্রথম ছবিতে বাঁদিকে থাকা ছেলেটির হাতের গ্লাভসের কালারটি দ্বিতীয় ছবির ছেলেটির হাতের গ্লাভসের কালারের থেকে ভিন্ন।
২.প্রথম ছবিতে ছেলেটির চোখের রঙ খানিকটা হালকা পার্পেল রঙের। কিন্তু দ্বিতীয় ছবিতে ছেলেটির চোখের রং সবুজ রঙের।
৩.প্রথম ছবিতে বরফের তৈরি পেঙ্গুইনের সামনে তিনটি বোতাম দেখা যাচ্ছে। যেটি দ্বিতীয় ছবিতে ৪ টি রয়েছে।
৪.প্রথম ছবিতে প্রতিটি ঝাও গাছে বরফ দেখা যাচ্ছে। কিন্তু দ্বিতীয় ছবিতে মাঝে দাঁড়িয়ে থাকা ঝাও গাছে একটুও বরফ নেই।
#চখর #পরকষ #পশপশ #এই #দট #ছবর #মধয #আছ #৪ #ট #পরথকয #১১ #সকনড #খজ #পলই #আপন #জনযস
Leave a Reply