1. khazamominurislamrobin@gmail.com : admin :
  2. darkfuture1996@gmail.com : mbvv gouhgou : mbvv gouhgou
চোখের পলকেই 100% চার্জ, বিশ্বের দ্রুত গতির চার্জিং ফোন আনছে Realme, ফিচারস চমকে দেবে | Newshost24 Safar - Newshost24

September 30, 2023, 8:54 am

News Headline :
Kangana Ranaut: আগামী ডিসেম্বরে বাগদান সারবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত! পাত্র কে? Jeetu Kamal: “বাচ্চা বৌকে ভুলে গেলেন?’’ জিতু কামালের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে সমালোচনা Hello UPI: নতুন পরিষেবা আনছে এনপিসি, ভয়েস কমান্ডের মাধ্যমে করা যাবে লেনদেন Rakhi Sawant: তৈরি হবে রাখি সাওয়ান্তের বায়োপিক, রাখির চরিত্রে থাকবেন আলিয়া ভাট Social Media Guidelines: সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণে নতুন বিল কেন্দ্রের, তথ্যের উপর থাকবে কড়া নজর Hair fall: মেনে চলুন এই টিপস, দূর হবে চুল পড়ার সমস্যা Subject after Madhyamik: মাধ্যমিকে না থাকলেও, উচ্চমাধ্যমিকে বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়ার সুযোগ রাজ্যের পড়ুয়াদের Kanchan Mallick: কাঞ্চন মল্লিক প্রথম জীবনে ৯০০ টাকার বিনিময়ে সেলুনে ম্যানেজারের কাজ করেছেন ATM Card: এটিএম কার্ড রয়েছে? মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ, কীভাবে জেনে নিন FD Interest Rate: মধ্যবিত্তের জন্য খুশির খবর শোনালো এই ব্যাঙ্ক, পুজোর আগেই বাড়ছে সুদের হার

চোখের পলকেই 100% চার্জ, বিশ্বের দ্রুত গতির চার্জিং ফোন আনছে Realme, ফিচারস চমকে দেবে | Newshost24 Safar

চোখের পলকেই 100% চার্জ, বিশ্বের দ্রুত গতির চার্জিং ফোন আনছে Realme, ফিচারস চমকে দেবে | Newshost24 Safar

চোখের পলকেই 100% চার্জ, বিশ্বের দ্রুত গতির চার্জিং ফোন আনছে Realme, ফিচারস চমকে দেবে | Sangbad Safar
চোখের পলকেই 100% চার্জ, বিশ্বের দ্রুত গতির চার্জিং ফোন আনছে

সকালে চোখ খোলা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে অবধি; এ পুরোটা সময় জুড়ে আমাদের সর্বত্র সঙ্গী ফোন। ফোন কল, কাজের জন্য ব্যবহার, ইউপিআই পেমেন্ট, এন্টারটেইনমেন্ট… এইসবের জন্য ভরসা ফোন আর তার ইন্টারনেট কানেকশন ও ফুল চার্জ। তাই এখন সারাদিন ধরে মোবাইল চার্জে বসিয়ে রাখার দিন শেষ।

আর এই গতির যুগে যেমন ফোনের ব্যাটারি শক্তিও বাড়ানো হচ্ছে আর সাথে কমানো হচ্ছে চার্জের সময়সীমা। এবার গতির যুগে তাল মিলিয়ে চলতেই রিয়েলমি এমন একটি ফোন আনতে চলেছে যাতে চোখের পলক ফেলার আগেই ফোন হবে ফুল চার্জ!

বর্তমানে বেশিরভাগ ফোনে রয়েছে first charging এর সুবিধা। কিন্তু রিয়েলমি যে ফাস্ট চার্জিং এর সুবিধা আনতে চলেছে তা চোখ ধাঁধানো। Realme খুব শীঘ্রই চীনে Realme GT 5 স্মার্টফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে এর 24 জিবি সর্বোচ্চ র‌্যাম কনফিগারেশন এর মত কিছু আকর্ষক বৈশিষ্ট্য টিজ করেছে। এবার নতুন প্রমোশনাল টিজারে প্রকাশ করা হয়েছে যে এই ফোনটি “আলট্রা ফাস্ট ২৪০ ওয়াট চার্জিং প্রযুক্তির”সাথে আসবে।

Realme GT 5 : আলট্রা ফাস্ট ২৪০ ওয়াট চার্জিং, সংস্থার তরফে শেয়ার করার টিজার অনুযায়ী এই ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি ২৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। চলুন এর আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক।

৬.৭৪ ইঞ্চি ওলেড ডিসপ্লে সহ আসা এই ফোনে ব্যবহার করা হবে কোয়েলকম স্ন্যাপড্রাগণ 8 জেন 2 প্রসেসর। ফোনটি ১৬জিবি এবং ২৪ জিবি LPPDR5X Ram এবং ১টিবি পর্যন্ত UFS 4.0 STORAGE OFFER করবে। শক্তিশালী ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে।

উল্লেখ্য ডিভাইসটি দুটি ব্যাটারি ভেরিয়ান্টে আসবে। একটি ২৪০ ওয়াট ফার্স্ট চার্জিং সাপোর্ট যুক্ত ৪৬০০ এমএইচ ব্যাটারি সহ আসবে। আর অপরটি 150 ওয়াট ফার্স্ট চার্জিং ক্ষমতাযুক্ত 5200 mh ব্যাটারী সহ আসবে।


#চখর #পলকই #চরজ #বশবর #দরত #গতর #চরজ #ফন #আনছ #Realme #ফচরস #চমক #দব #Newshost24 #Safar

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 Newshost24
Customized BY innovativenews