September 25, 2023, 3:23 pm
ফের সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral) একটি নতুন ধাঁধা। আজকালকার যুগে ধাঁধা বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর যা সবার মাঝে সৃষ্টি করেছে একটি চ্যালেঞ্জ। প্রতিদিনের জীবনে আমরা কোনো না কোনো কথার ছলে কাউকে না কাউকে চ্যালেঞ্জ করে থাকি। আর সেই চ্যালেঞ্জ জিতে গেলে যে কি আনন্দ হয় তা ধরে রাখার মতো না। বর্তমান সময়ে দাঁড়িয়ে অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) হল তেমনই একটি অনলাইন চ্যালেঞ্জ।
আর যেটি কিনা বাচ্চা থেকে বড় সকলের কাছে ভীষণ মজার একটি গেম। বলা চলে এই অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) একটি শারীরিক, শারীরবৃত্তীয় এবং জ্ঞানীয় বিভ্রমের মতো বিষয়। এই অপটিক্যাল ইলিউশন আসলে আপনার মস্তিষ্কের ভিতরে থাকা জিনিসগুলি উপলব্ধি করার পদ্ধতিকে চ্যালেঞ্জ করে। একজন সাধারণ মস্তিষ্কের মানুষ প্রতিটি কোণ থেকে ভিন্ন ভিন্ন উপলব্ধি পান। এমনকি সেই অনুযায়ী চিত্রকে ভিন্নভাবে দেখেন।
চোখের পরীক্ষা : ছবিতে এতগুলি ‘MOUSE’-এর ভিড়ে খুঁজে দেখান
চোখের পরীক্ষা: এতগুলো ‘MUG’ এর ভিড়ে লুকিয়ে আছে একটি শব্দ ‘HUG’, খুঁজ
Interview Question : বিয়ের পর মেয়েদের কোন জিনিসটি বেড়ে যায়?
বুদ্ধির খেলা : 8+3=3, একটি কাঠি সরালেই মিলে যাবে অঙ্ক, 30 সেকেন্ডে সমা
বুদ্ধির খেলা: ছবিতে সংকেত দিয়ে বোঝানো হয়েছে একটি সবজির নাম, ১০ সেকেন
চোখের পরীক্ষা : এতগুলো ‘989′ এর ভিড়ে লুকিয়ে আছে একটি ‘959̸
অঙ্কের ধাঁধা : 67, 68, 76, 103, 167, ?, বলুন তো জিজ্ঞাসা চিহ্নের জায়গ
চোখের ধাঁধা : আপনার দৃষ্টিশক্তি ১০/১০ হলে ‘5’-এর ভিড়ে খুঁ
চোখের ধাঁধা : পাশাপাশি এই দু’টো ছবির মধ্যে রয়েছে ৩ টি পার্থক্য,
Interview Question : কি সেই জিনিস যা মেয়েরা বিয়ের আগে করলে সমাজে বদন
সম্প্রতি নেটমাধ্যমে অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) একটি ছবি ভাইরাল (Viral) হয়েছে। যেখানে পরপর সারি ও স্তম্ভ ধরে 15 লেখা রয়েছে। কিন্তু এই 15 এর মাঝেই কোনো একটি সারির কোনো একটি স্তম্ভে 15-এর বদলে 16 সংখ্যাটি লেখা রয়েছে। আর সেটাই আপনাকে ১৩ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস বলা চলে। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
এই সমস্যার সমাধান যদি নিজেই করতে পারেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে উন্নত করতে পারবেন। অনেকেই আছেন যারা কিনা নেশার বসে হোক বা অবসর সময় কাটাতে কিছু না কিছুর উপর নির্ভরশীল হন। আর সেই হিসেবেই মানুষ বেছে নেয় মজার কিছু খেলা। তবে, আজ আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী।
চলুন তবে এবার উত্তরটি জেনে নেওয়া যাক
এই ব্রেন টিজারের যে ছবিটি আছে তার ১২ নং সারির ৪ নং স্তম্ভে চোখ রাখলে আপনি পার্থক্যটি ধরতে পারবেন। দেখতে পাবেন যে, 15 সংখ্যাটির মাঝেই 16 সংখ্যাটি লেখা রয়েছে। চলুন এবার মিলিয়ে নিন।
#ছবর #ধধ #অনকগল #15এর #ভড #লকয #আছ #একট #১৩ #সকনড #খজ #পলই #আপন #চযমপযন #Newshost24
Leave a Reply