September 25, 2023, 5:01 pm
কিছুদিন যাবৎ ধরে সোশ্যাল মিডিয়ায় এই ব্রেইন টিজার কথাটি ব্যাপকভাবে ঘোরাফেরা করছে। এই ব্রেইন টিজার বিষয়টি আদতে কি তা সম্পর্কে ধারণা আছে কি? অনেকেই আছেন যাদের এই বিষয়ে পুরোপুরি ধারণা রয়েছে। আবার অনেকেই এই বিষয়টি নিয়ে অজ্ঞ। তবে, জানা-অজানা সবকিছুকে দূরে সরিয়ে আমরা আপনাদের এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে যথাযথ ধারণা দেওয়া চেষ্টা করবো।
প্রথমেই বলে রাখি যে, এই ব্রেইন টিজার কথাটি শুনে এটুকু অন্তত অনুমান করা যায় যে, এটি মস্তিস্ক সম্পর্কিত কিছু বিষয়। আসলে এই ব্রেইন টিজার (Brain Teaser) হল একটি জনপ্রিয় ধরন। মূলত যা রহস্য সমাধানের সাথে জড়িত। ব্রেইন টিজারে বিভিন্ন বিষয় ধাঁধার আকারে আসতে পারে। তবে, সম্প্রতি নেটমাধ্যমে একটি ব্রেইন টিজারের ছবি ভাইরাল হয়েছে। যেখানে পরপর সারি ও স্তম্ভ ধরে N লেখা রয়েছে।
কিন্তু এই N এর মাঝেই কোনো একটি সারির কোনো একটি স্তম্ভে N-এর বদলে V লেখা রয়েছে। আর সেটাই আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে। আপনি যদি এই ধাঁধার সমাধান খুঁজে পান তাহলে আপনি একজন জিনিয়াস বলা চলে। তবে, এক্ষেত্রে কারও সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সমস্যার সমাধান যদি নিজেই করতে পারেন তবে আপনি আপনার পর্যবেক্ষণ ক্ষমতাকে উন্নত করতে পারবেন।
এমন বহু মানুষ আছেন যারা কিনা নেশার বসে পরে হোক বা অবসর সময় কাটাতে কিছু না কিছুর উপর নির্ভরশীল হন। আর সেই হিসেবেই মানুষ বেছে নেয় মজার কিছু খেলা। তবে, আজ আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে নির্দ্বিধায় বলা যায় আপনি তীক্ষ্ণ মস্তিষ্কের অধিকারী।
চলুন তবে এবার উত্তরটি জেনে নেওয়া যাক
এই ব্রেন টিজারের যে ছবিটি আছে তার ২ নং সারির ১৪ নং স্তম্ভে চোখ রাখলে আপনি পার্থক্যটি ধরতে পারবেন। দেখতে পাবেন যে, N-এর বদলে V লেখা রয়েছে। চলুন এবার মিলিয়ে নিন।
#ছবর #ধধ #অনকগল #এর #ভড #লকয #রযছ #একট #আপনর #দষটশকত #৫০৫০ #হল #খজ #দখন
Leave a Reply