ভারতে স্মার্টফোনের বাজারে নোকিয়া বহুদিন ধরেই বিরাজ করছে। বিভিন্ন সময়ে নিজেকে বদলে একাধিক ফিচার্স নিয়ে হাজির হয়েছে এই স্মার্টফোন। বিভিন্ন সময়ে স্মার্টফোনের রদবদল ঘটিয়ে ও তার ফিচার্স সহ একাধিক বিষয় পরিবর্তন করেছে নোকিয়া। বহু যুগ ধরে ভারতের মানুষের মনে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে এই স্মার্টফোন।
এবার বাজারে আসছে নোকিয়ার নতুন স্মার্টফোন যা দামেও বেশ সস্তা তেমনই রয়েছে একাধিক ফিচার্স। সম্প্রতি সংস্থার তরফে একটি নতুন মডেলের ছবি প্রকাশ্যে আনা হয়েছে। আর এই নতুন মডেলটি হল Nokia 7610 Mini। এটিতে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। এই নতুন ফোনটিতে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি এবং আরেকটি ভ্যারিয়েন্টে ৫১২ জিবি ইন্টারনাল মেমোরি।
এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট। ফোনে ব্যাটারি রয়েছে ৭২০০ এমএএইচ। ফোনে রয়েছে ৭.৬ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ৪কে পিক্সেল রেজোল্যুশন। ডিসপ্লের প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭।
এটিতে ক্যামেরা রয়েছে ১০৮ মেগাপিক্সেল, ৪৮ মেগাপিক্সেল, ১২ মেগাপিক্সেল। ৪৮ মেগাপিক্সেল একটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দেখতে ছোটো হলেও মোবাইল ফোনটি অনেক নামি-দামি কোম্পানির ফোনকেও পিছনে ফেলে দিতে পারে।
Leave a Reply